সংবাদ শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ!
- আপডেট সময় : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / 400
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে বাড়ির মালিকের বিরুদ্ধে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন ভিকটিম। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই প্রবাসীর স্ত্রী ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি বাড়িতে ভাড়া থাকতেন। এ সুবাদে বাড়ির মালিক তার বাসায় আসা-যাওয়া করতেন।
এক মাস আগে অভিযুক্ত ওই নারীর বাসায় এসে কৌশলে কোমল পানীয়র সঙ্গে তাকে ঘুমের ওষুধ পান করান। পরে তাকে ধর্ষণ করেন এবং গোপনে মোবাইলে ভিডিও ধারণ করেন।
ধর্ষণের বিষয়ে কাউকে জানালে ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্ত বাড়ির মালিক।
পরে ভিকটিম নারী তার পরিবার ও স্বামীকে জানিয়ে বৃহস্পতিবার রাতে ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুর কাদের মিয়া জানান, আদালতের মাধ্যমে ধর্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে।