সংবাদ শিরোনাম :
সম্পদ জব্দ করতে পারে রাশিয়া: পুতিন
- আপডেট সময় : ০৬:০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / 372
রাশিয়া থেকে বেরিয়ে আসা বিদেশি কোম্পানিগুলোর সম্পদ জব্দ করতে পারে দেশটি। এমনটি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর বিবিসির।
এদিকে এই বৈঠকে পশ্চিমা নিষেধাজ্ঞাকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে সামরিক অভিযানের কারণে মস্কোকে আর্থিকভাবে শাস্তি দিয়ে পশ্চিমা সরকারগুলো তাদের নিজস্ব জনগণের সঙ্গে প্রতারণা করছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে।