সংবাদ শিরোনাম :
চেন্নাই ও মালদ্বীপে ইউএস-বাংলার ফ্লাইট সংখ্যা বেড়েছে
- আপডেট সময় : ১২:০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
- / 493
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১৩ মার্চ থেকে সপ্তাহে ৫ দিনের পরিবর্তে প্রতিদিন ঢাকা থেকে ভারতের চেন্নাইয়ে এবং আগামী ১৬ মার্চ থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সপ্তাহে ৩দিনের পরিবর্তে চারদিন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এই দুই রুটে অতিরিক্ত যাত্রী চাহিদা বাড়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এর পাঠানো বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। বলা হয়, চেন্নাই ও মালেতে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বর্তমানে ইউএস-বাংলার বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি এটিআর ৭২-৬০০ সহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে। উল্লেখ্য চেন্নাই ও মালে ছাড়াও আন্তর্জাতিক রুট কলকাতা, শারজাহ, দুবাই, মাস্কাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজুতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। খুব শীঘ্রই কোভিডের কারনে স্থগিত গন্তব্য ব্যাংককে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স অভ্যন্তরীন সকল গন্তব্য ফ্লাইট পরিচালনা করছে বলে জানানো হয়। অভ্যন্তরীন ও আন্তজার্তিক যেকোনো গন্তব্যর জন্য টিকেট সংক্রান্ত তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।