সংবাদ শিরোনাম :
সপরিবারে ওমরাহ পালনে সৌদি গেলেন উপমন্ত্রী শামীম
- আপডেট সময় : ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / 391
সপরিবারের পবিত্র ওমরাহ হজ্ব পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কেএম এনামুল হক শামীম।
সোমবার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি বিমানে বিকেল সাড়ে ৫টার ফ্লাইটে সৌদি আবর রওনা হন।
সফরে উপমন্ত্রীর সঙ্গে রয়েছেন, তাঁর বাবা প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মিয়া, উপমন্ত্রীর স্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য তাহমিনা খাতুন শিলু, ভাই মেজর জেনারেল একেএম আমিনুল হক স্বপন, স্বাচিপের বিজ্ঞান সম্পাদক ডা. আশ্রাফুল হক সিয়াম, বোন শামীম আরা হক কাকলী ও ভগ্নিপতি এহসানুল হক রিজন।
পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।