সংবাদ শিরোনাম :
জার্মানি-ফ্রান্স সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
nurislam nahid
- আপডেট সময় : ০৪:৩৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / 339
ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) জার্মানি ও ফ্রান্স সফরে যাচ্ছেন। দেশ দুইটিতে তিনি পৃথক দুইটি সম্মেলনে যোগ দেবেন।
আগামী ১৮-২০ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী। জার্মানি থেকে তিনি প্যারিস যাবেন। সেখানে আগামী ২২ ফেব্রুয়ারি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতা নিয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। ইউরোপীয় কাউন্সিল এ বৈঠকের আয়োজন করবে। ইউরোপীয় ইউনিয়নের (ইউই) প্রতিনিধি ছাড়াও ইন্দো-প্যাসিফিকের ৩০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২৪ ফেব্রুয়ারি দেশে ফিরবেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।
নিউজটি শেয়ার করুন
