প্রবাসীদের হয়রানি করে কেউ পার পাবে না

বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বিমানের টিকিট সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রবাসীদের হয়রানি করে টিকিটের দাম বাড়ানোর সঙ্গে জড়িত কেউ ধরা পড়লে, তাকে চাকরিচ্যুত করা হবে। প্রবাসীদের হয়রানি করে কেউ পার পাবেন না।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দ্যা সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে সিলেট থেকে কৃষিজাত পণ্য রফতানি ও বিনিয়োগ বিষয়ক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সিলেট এয়ারপোর্টে কয়েক হাজার কোটি টাকার কাজ হাতে নিয়েছি। দ্রুততম সময়ে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের অসমাপ্ত কাজ সমাপ্ত করা হবে। সিলেট থেকেই নিয়মিত ফ্লাইট হিসেবে বিমান যুক্তরাজ্যসহ আমেরিকা কানাডায় যাবে। যুক্তরাজ্যের সঙ্গে পরামর্শ করে বিমানবন্দরের আধুনিকায়নে আমরা ইতোমধ্যে অনেক কাজ হাতে নিয়েছি। একইভাবে আমেরিকা ও কানাডার সঙ্গে আমাদের কাজ এগিয়ে নেওয়ার কথা চলছে।
আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, সিলেট এয়ারপোর্টকে বাংলাদেশের অন্যতম একটি এয়ারপোর্টে পরিণত করা হবে। এক দিন এই বিমানবন্দরে কার্গো ফুলসুইং করবে। সিলেটের পর্যটন ব্যবস্থা উন্নত করার জন্য ইতোমধ্যে মাস্টারপ্লান হাতে নেওয়া হয়েছে। সিলেটের ট্যুরিজমকে আরো এগিয়ে নেওয়া হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবীবুর রহমান, সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহরিয়ার এবং সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদসহ অন্যান্যরা।