সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কাল সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ১২:২৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / 728
সিন্ডিকেটমুক্ত চাচ্ছেন বেশীরভাগ ব্যবসায়ী
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক :
মালয়েশিয়ায় শ্রমিক প্রেরনে সরকারের সিন্ডিকেট বিরোধী অবস্থানকে সমর্থন এবং সকল রিক্রুটিং এজেন্সীর জন্য বাজার উন্মুক্তের দাবিতে জনশক্তি ব্যবসায়িদের সংগঠন বায়রার সাবেক সভাপতি ও মহাসচিবরা সংবাদ সম্মেলন ডেকেছেন। আজ বুধবার বায়রার সাবেক সভাপতি আবুল বাশার স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শাহবাগের হোটেল ইন্টার কন্টিনেন্টালের বল রুমে ডাকা এ সংবাদ সম্মেলনে এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) অফ বাংলাদেশের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার ২৫ সিন্ডিকেটের মাধ্যমে খুলবে নাকি নিয়মতান্ত্রিকভাবে সকল রিক্রুটিং এজেন্সী ২০০৮ সালের মতো নিজেরাই মার্কেটিং করে দেশটিতে কর্মি পাঠাতে পারবেন এনিয়ে পক্ষ-বিপক্ষ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। যার কারনে দুই দেশের মধ্যে এমওইউ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরও শ্রমবাজার চালু না হয়ে এখনো সেটি ঝুলে আছে। তবে বেশীরভাগ রিক্রুটিং এজেন্সীর মালিকরা দাবি জানিয়ে বলছেন , তারা কোন সিন্ডিকেটের সাথে ব্যবসা করার পক্ষে না। তারা ওপেন ফর অল এর সাথে আছেন। যদিও দুই দেশের মধ্যে সিন্ডিকেটের যোগসুত্র তৈরির নেপথ্যের দুজন ব্যক্তির কারনে এখনও বাজারটি ঝুলে আছে বলে মনে প্রানে বিশ্বাস করছেন সাধারন ব্যবসায়িরা। এসব নিয়েই মূলত কালকের ডাকা সংবাদ সম্মেলনে কথা বলতে পারেন বায়রার সাবেক নেতৃবৃন্দ।