সংবাদ শিরোনাম :
মালদ্বীপ প্রবাসীর মরদেহ দেশে পাঠাল দূতাবাস
nurislam nahid
- আপডেট সময় : ০২:২৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / 344
মালদ্বীপ প্রবাসী সেলিম ভূঁইয়ার মরদেহ রোববার (২৩ জানুয়ারি) সকালের একটি ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হয়েছে। মালদ্বীপের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় মরদেহটি দেশের উদ্দেশে পাঠানো হয়।
সেলিম ভূঁইয়া গত ১৮ জানুয়ারি হঠাৎ অসুস্থতা বোধ করেন। হুলেমালে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি গত পাঁচ বছর ধরে অনিয়মিতভাবে দ্বীপরাষ্ট্র মালদ্বীপে কর্মরত ছিলেন।
সেলিম ভূঁইয়ার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সেকের হাট গ্ৰামে। তিনি মোহাম্মদ আলী ভুঁইয়া ও জাহানারা বেগম এর ২য় সন্তান। তার স্ত্রী এবং দুটি কন্যা সন্তান রয়েছে।
এ ব্যাপারে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ ঢাকা পোস্টকে বলেন, হাইকমিশনের প্রচেষ্টায় সেলিম ভূঁইয়ার মরদেহ আজ (রোববার) দেশে পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
