মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ১৭০০ রিঙ্গিত
- আপডেট সময় : ১০:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪
- / 56
প্রবাসী কন্ঠ প্রতিবেদক :
মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত হচ্ছে। দেশটির সরকার ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিঙ্গিতে করতে সম্মত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে বাজেট ২০২৫ পেশ করার সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান।
এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ১ মে থেকে শুরু করে প্রতি মাসে ১৫০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি হার ঘোষণা করেছিলেন। এবার সংসদে প্রধানমন্ত্রী আরও বলেন, পাঁচ জনের কম শ্রমিকের নিয়োগকর্তাদের ১ আগস্ট ২০২৫ পর্যন্ত ছয় মাসের জন্য বিলম্বিত করা হবে।
প্রধানমন্ত্রী যিনি অর্থমন্ত্রীও। তিনি বলেন, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদেও (২২৯০ রিঙ্গিত), মেকানিকেল ইঞ্জিনিয়ার (৩৩৮০ রিঙ্গিত) এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের (২৯৮৫ রিঙ্গিত) প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করবে।