সংবাদ শিরোনাম :
লিবিয়া থেকে খালী হাতে ফিরেছে ১৬২ হতভাগ্য বাংলাদেশী
- আপডেট সময় : ০৬:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / 119
প্রবাসী কণ্ঠ ডেস্ক :
দূতাবাসের ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টায় বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ১৬২ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর সহযোগিতায় ২৭ জুন ২০২৪ তারিখে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।
আইওএম কর্তৃক ভাড়াকৃত লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইট (UZ222) আগামী ২৮ জুন ২০২৪ তারিখে আনুমানিক সকাল ০৫:০০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় অবতরণ করবে বলে আশা করা যাচ্ছে।
দূতাবাস লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আটক বাংলাদেশিদের নিবন্ধন এবং তাদের অনুকূলে আউটপাস ইস্যু করে বর্ণিত অভিবাসীদের প্রত্যাবাসন করতে সক্ষম হয়েছে।
এখানে উল্লেখ্য যে, অনেক সময় বাংলাদেশি নাগরিকরা পাচারকারীদের প্ররোচনা-প্রতারণায় পড়ে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অবৈধভাবে আগমন করে থাকে। পরবর্তীকালে এসকল বাংলাদেশিকে বিভিন্ন দালালের কাছে বিক্রি, শারীরিক নির্যাতন, ভূমধ্যসাগরে নৌকাডুবি শিকার, আইন প্রয়োগকারী সংস্থার নিকট আটক এবং লিবিয়ায় বন্দিদশার সম্মুখীন হতে হয়। ভুক্তভোগী অভিবাসীদেরকে শেষ পর্যন্ত বিপুল আর্থিক ক্ষতি, চরম দুর্ভোগ, হতাশা ও মানসিক যন্ত্রণার সম্মুখীন হয়ে খালি হাতে দেশে ফিরে যেতে হয়।