ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আরতাসের’ যাত্রা শুরু অনুষ্ঠানে শিমুল: ‘স্কীল ডেভেলপড করতে না পারলে আমরা এই ট্রেড থেকে হারিয়ে যাবো’ লিবিয়া থেকে খালী হাতে ফিরেছে ১৬২ হতভাগ্য বাংলাদেশী মালয়েশিয়ার উড়োজাহাজে উঠতে না পারা প্রতারিত শ্রমিকরা কত টাকা ফেরত পাচ্ছেন? জনশক্তি ব্যুরোর ২১ কর্মচারীকে বদলী ব্রিটেনের সাধারণ নির্বাচনে জয়ী চার বঙ্গকন্যা আটলান্টিক মহাসাগর থেকে ৮৯ অভিবাসীর লাশ উদ্ধার আইজিপি পদে আরো এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা ১৮ জুলাইয়ের মধ্যে ফেরত দেয়ার নির্দেশ ইউক্রেনে জয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ড

জনশক্তি ব্যুরোর ২১ কর্মচারীকে বদলী

  • আপডেট সময় : ১০:৪২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • / 78
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

 

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:

প্রকাশ, ৭ জুলাই,

 

জনশক্তি কর্মসংস্থাণ ও প্রশিক্ষণ ব্যুরো ও এর অধীনস্থ দফতরে কর্মরত ২১ কর্মচারীকে গাজিপুর ডিইএমওসহ বিএমইটির বিভিন্ন শাখায় সংযুক্তি বাতিল ও পদায়ন করা হয়েছে। সংযুক্তি করা কর্মচারীদের তাদের মুল কর্মস্থল থেকে বেতন ভাতা উত্তোলন করার জন্য এক অফিস আদেশে জারী করা হয়েছে।

গত ৪ জুলাই জনশক্তি কর্মসংস্থাণ ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এতথ্য উল্লেখ করা হয়।

বর্হিগমন শাখার প্রধান সহকারী আইরিন আক্তারকে গাজীপুরের ডিইএমও, বর্হিগমন শাখার (সংযুক্ত ,বিএমইটি, ঢাকা, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টিটিসি, ঢাকা) কম্পিউটার অপারেটর ফারজানা হককে সংযুক্তি বাতিলপূর্বক মূল কর্মস্থল শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টিটিসি, ঢাকায় প্রত্যপর্ণ, বিকেটিটিসি, মিরপুর ঢাকার উচ্চমান সহকারী মো. তোফায়েল খানকে বর্হিগমন শাখা, বিএমইটি ঢাকায়, পরিচালক (প্রশাসন) এর দফতর বিএমইটি ঢাকার অফিস সহায়ক আসাদুজ্জামান খানকে কর্মসংস্থাণ শাখায়, কর্মসংস্থাণ শাখায় সংযুক্ত কারখানা সহকারী মো. শাহাদাত হোসেনেকে পরিচালক প্রশাসনের দফতরে, বর্হিগমন শাখা (মুল কর্মস্থল, টিটিসি বরিশাল, সংযুক্ত বিএমইটি, ঢাকা) কারখানা সহকারী মো. আসাদুল ইসলামকে প্রশিক্ষণ পরিচালনা শাখায় (সংযুক্ত বিএমইটি, ঢাকা), প্রশিক্ষণ পরিচালনা শাখার অফিস সহায়ক মো. আল মামুন খানকে বিএমইটি ঢাকার বর্হিগমন শাখায়, বর্হিগমন শাখার (সংযুক্ত বিএমইটি, ঢাকা, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টিটিসি, ঢাকা) কারখানা সহকারী সচিন্দ্রনাথ রায়কে সংযুক্তি বাতিলপূর্বক মুল কর্মস্থল শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টিটিসি, ঢাকায় প্রত্যপর্ণ, বর্হিগমন শাখার অফিস সহায়ক শাহ মোহাম্মদ নুর-এ আলম কর্মসংস্থান শাখায়, কর্মসংস্থাণ শাখার (সংযুক্তি বিএমইটি, ঢাকা) অফিস সহায়ক রিমা আক্তারকে বিএমইটি ঢাকার বর্হিগমন শাখায়, বর্হিগমন শাখার অফিস সহায়ক মমতাজুল আলম সিকদারকে বিএমইটি ঢাকার প্রশাসন শাখায়, প্রশাসন শাখার অফিস সহায়ক মো. হাবিবুর রহমানকে বর্হিগমন শাখা, ঢাকায়, বর্হিগমন শাখার অফিস সহায়ক মো. আসলাম আলীকে প্রশিক্ষণ মান ও পরিকল্পনা শাখায় (বিএমইটি ঢাকা), প্রশিক্ষণ মান ও পরিকল্পনা শাখার অফিস সহায়ক মো. তাইরুল ইসলামকে বর্হিগমন শাখায়, প্রশিক্ষণ মান ও পরিকল্পনা শাখার ইব্রাহিম খলীলকে বর্হিগমন শাখায়, বর্হিগমন শাখার অফিস সহায়ক মো. মাজদার হোসেনকে বিএমইটির প্রশিক্ষণ মান ও পরিকল্পনা শাখায় পদায়ন করা হয়েছে। প্রশিক্ষণ পরিচালনা শাখার অফিস সহায়ক মো. শামীম রেজাকে মহাপরিচালকের দফতরে, বর্হিগমন শাখার অফিস সহায়ক মির্জা মো. আব্দুল্লাহ আল মামুনকে বিকে টিটিসি মিরপুর ঢাকায় বদলী, বর্হিগমন শাখার অফিস সহায়ক মো. খোকা মিয়াকে বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (কর্মসংস্থাণ) এর দফতরে সংযুক্ত, বর্হিগমন শাখার (সংযুক্ত বিএমইটি, ঢাকা, মুল কর্মস্থল:বিভাগীয় কর্মসংস্থাণ ও জনশক্তি অফিস, ঢাকা) মো. সরওয়ার্দি নায়েবকে অতিরিক্ত মহাপরিচালক (প্রশিক্ষণ) এর দফতরে (সংযুক্ত বিএমইটি) এবং বিকে টিটিসি মিরপুর ঢাকার অফিস সহায়ক মো. তারিকুজ্জামানকে (বিএমইটি ঢাকায় সংযুক্তি) প্রশাসন শাখায় দেয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ৭ জুলাই থেকেই এসব কর্মচারীদের বদলী সংযুক্তিকৃত কর্মসংস্থলে যোগদান করবেন। অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত বলে গন্য হবেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই অফিস আদেশে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোকে অনুলিপি দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জনশক্তি ব্যুরোর ২১ কর্মচারীকে বদলী

আপডেট সময় : ১০:৪২:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪

 

 

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:

প্রকাশ, ৭ জুলাই,

 

জনশক্তি কর্মসংস্থাণ ও প্রশিক্ষণ ব্যুরো ও এর অধীনস্থ দফতরে কর্মরত ২১ কর্মচারীকে গাজিপুর ডিইএমওসহ বিএমইটির বিভিন্ন শাখায় সংযুক্তি বাতিল ও পদায়ন করা হয়েছে। সংযুক্তি করা কর্মচারীদের তাদের মুল কর্মস্থল থেকে বেতন ভাতা উত্তোলন করার জন্য এক অফিস আদেশে জারী করা হয়েছে।

গত ৪ জুলাই জনশক্তি কর্মসংস্থাণ ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এতথ্য উল্লেখ করা হয়।

বর্হিগমন শাখার প্রধান সহকারী আইরিন আক্তারকে গাজীপুরের ডিইএমও, বর্হিগমন শাখার (সংযুক্ত ,বিএমইটি, ঢাকা, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টিটিসি, ঢাকা) কম্পিউটার অপারেটর ফারজানা হককে সংযুক্তি বাতিলপূর্বক মূল কর্মস্থল শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টিটিসি, ঢাকায় প্রত্যপর্ণ, বিকেটিটিসি, মিরপুর ঢাকার উচ্চমান সহকারী মো. তোফায়েল খানকে বর্হিগমন শাখা, বিএমইটি ঢাকায়, পরিচালক (প্রশাসন) এর দফতর বিএমইটি ঢাকার অফিস সহায়ক আসাদুজ্জামান খানকে কর্মসংস্থাণ শাখায়, কর্মসংস্থাণ শাখায় সংযুক্ত কারখানা সহকারী মো. শাহাদাত হোসেনেকে পরিচালক প্রশাসনের দফতরে, বর্হিগমন শাখা (মুল কর্মস্থল, টিটিসি বরিশাল, সংযুক্ত বিএমইটি, ঢাকা) কারখানা সহকারী মো. আসাদুল ইসলামকে প্রশিক্ষণ পরিচালনা শাখায় (সংযুক্ত বিএমইটি, ঢাকা), প্রশিক্ষণ পরিচালনা শাখার অফিস সহায়ক মো. আল মামুন খানকে বিএমইটি ঢাকার বর্হিগমন শাখায়, বর্হিগমন শাখার (সংযুক্ত বিএমইটি, ঢাকা, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টিটিসি, ঢাকা) কারখানা সহকারী সচিন্দ্রনাথ রায়কে সংযুক্তি বাতিলপূর্বক মুল কর্মস্থল শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা টিটিসি, ঢাকায় প্রত্যপর্ণ, বর্হিগমন শাখার অফিস সহায়ক শাহ মোহাম্মদ নুর-এ আলম কর্মসংস্থান শাখায়, কর্মসংস্থাণ শাখার (সংযুক্তি বিএমইটি, ঢাকা) অফিস সহায়ক রিমা আক্তারকে বিএমইটি ঢাকার বর্হিগমন শাখায়, বর্হিগমন শাখার অফিস সহায়ক মমতাজুল আলম সিকদারকে বিএমইটি ঢাকার প্রশাসন শাখায়, প্রশাসন শাখার অফিস সহায়ক মো. হাবিবুর রহমানকে বর্হিগমন শাখা, ঢাকায়, বর্হিগমন শাখার অফিস সহায়ক মো. আসলাম আলীকে প্রশিক্ষণ মান ও পরিকল্পনা শাখায় (বিএমইটি ঢাকা), প্রশিক্ষণ মান ও পরিকল্পনা শাখার অফিস সহায়ক মো. তাইরুল ইসলামকে বর্হিগমন শাখায়, প্রশিক্ষণ মান ও পরিকল্পনা শাখার ইব্রাহিম খলীলকে বর্হিগমন শাখায়, বর্হিগমন শাখার অফিস সহায়ক মো. মাজদার হোসেনকে বিএমইটির প্রশিক্ষণ মান ও পরিকল্পনা শাখায় পদায়ন করা হয়েছে। প্রশিক্ষণ পরিচালনা শাখার অফিস সহায়ক মো. শামীম রেজাকে মহাপরিচালকের দফতরে, বর্হিগমন শাখার অফিস সহায়ক মির্জা মো. আব্দুল্লাহ আল মামুনকে বিকে টিটিসি মিরপুর ঢাকায় বদলী, বর্হিগমন শাখার অফিস সহায়ক মো. খোকা মিয়াকে বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক (কর্মসংস্থাণ) এর দফতরে সংযুক্ত, বর্হিগমন শাখার (সংযুক্ত বিএমইটি, ঢাকা, মুল কর্মস্থল:বিভাগীয় কর্মসংস্থাণ ও জনশক্তি অফিস, ঢাকা) মো. সরওয়ার্দি নায়েবকে অতিরিক্ত মহাপরিচালক (প্রশিক্ষণ) এর দফতরে (সংযুক্ত বিএমইটি) এবং বিকে টিটিসি মিরপুর ঢাকার অফিস সহায়ক মো. তারিকুজ্জামানকে (বিএমইটি ঢাকায় সংযুক্তি) প্রশাসন শাখায় দেয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ৭ জুলাই থেকেই এসব কর্মচারীদের বদলী সংযুক্তিকৃত কর্মসংস্থলে যোগদান করবেন। অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত বলে গন্য হবেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও ওই অফিস আদেশে জানানো হয়েছে। সংশ্লিষ্ট দফতরগুলোকে অনুলিপি দেয়া হয়েছে।