প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক দিয়েছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪
- / 565
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:
প্রবাসী শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক বিতরন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।
আজ সোমবার (১১ মার্চ) বিকেলে প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আগতদের শিক্ষার্থী ও প্রতিবন্ধী ভাতার চেক তুলে দেয়া হয়।
ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান (অতিরিক্ত সচিব) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রনালয়ের সচিব মো. রুহুল আমিন। আরো বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব খায়রুল আলম এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যশনাল রিক্রুটিং এজেন্সীজ (বায়রা) এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী।
অনুষ্ঠানের পর বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে ৫ জনের হাতে চেক প্রদান করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ প্রতিমন্ত্রী।
উল্লেখ্য ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে, ২০২৩ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এসএসসি এবং এইচএসসি’র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ভাতা বাবদ মোট ৮ কোটি ৬৮ লাখ উননব্বই হাজার ৫’শত টাকা দেয়া হয়েছে।