দেশ-বিদেশে কর্মসংস্থানের রিপোর্ট বিএমিইটিতে পাঠানোর নির্দেশনা
- আপডেট সময় : ০৭:২৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪
- / 205
ছবি সংগৃহিত
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক
জনশক্তি কর্মসংস্থাণ ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) আওতাধীন সারাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে উত্তীর্ণ প্রশিক্ষনার্থীদের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের রিপোর্ট প্রত্যেক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও জেলা কর্মসংস্থাণ ও জনশক্তি অফিস (উভয় অফিস) প্রধানদের যৌথ স্বাক্ষরে তৈরী করে প্রতিমাসে ঢাকার কাকরাইলের বিএমইটির কর্মসংস্থাণ শাখায় প্রেরণ করার জন্য নির্দ্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
গত সপ্তাহে (২২ ফেব্জরুয়ারী) জনশক্তি কর্মসংস্থাণ ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (প্রশাসন ও অর্থ) মাসুদ রানা স্বাক্ষরিত এক চিঠি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (সকল) এবং জেলা কর্মসংস্থাণ ও জনশক্তি অফিসের (সকল) সহকারী পরিচালকের কাছে পাঠানো হয়েছে। । ও্ই চিঠিতে এমন নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জনশক্তি কর্মসংস্থাণ ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।