ইতালিতে তিন বাংলাদেশির মৃত্যু

  • আপডেট সময় : ১০:৩৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / 56
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালির মিলানে মোহাম্মদ ইসমাইল হোসেন নামে (৩১) এক বাংলাদেশি মারা গেছেন। বৃহস্পতিবার রাতে লিভারজনিত রোগে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাবার নাম আব্দুল মান্নান। দেশের বাড়ি কুমিল্লার আর রাহমানপাড়ায়। মিলান কনস্যুলেট অফিসের ভাইস কনস্যুলার সাব্বির আহমেদ বলেন, ইসমাইল ১১ জানুয়ারি রাতে মারা যান। লন্ডনপ্রবাসী প্রকৌশলী ফিরোজের ভাষ্যমতে, ইসমাইল ইতালিতে ১৬-১৭ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সাব্বির আহমেদ আরও জানান, যতদ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করবে মিলান কনস্যুলেট অফিস। তিনি বলেন, দুঃখের সঙ্গে বলতে হয়, গত কয়দিনের ব্যবধানে ইতালিতে আরও দুজন মারা গেছেন। এদের মধ্য একজন নারীও রয়েছেন। তার নাম কামরুন নাহার বকথ (৪২)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্বামী শাহীন আহমেদ। দেশের বাড়ি সিলেট জেলায়। অন্য আরেক প্রবাসী বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। তার নাম মাহবুব আহমেদ সৈকত (৪৪)। তিনি বলনিয়া শহরে বসবাস করতেন। তার বাবা খোরশেদ আলম। দেশের বাড়ি নারায়ণগঞ্জ সদরের তামাকপট্টি। বিবাহিত ছিলেন তিনি। এদিকে ইতালির মিলান প্রবাসী বাংলাদেশি মামুন হাওলাদার তিনি ইসমাইলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মিলান বাংলাদেশ কমিউনিটির পক্ষে শোক প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইতালিতে তিন বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় : ১০:৩৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪

ইতালির মিলানে মোহাম্মদ ইসমাইল হোসেন নামে (৩১) এক বাংলাদেশি মারা গেছেন। বৃহস্পতিবার রাতে লিভারজনিত রোগে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাবার নাম আব্দুল মান্নান। দেশের বাড়ি কুমিল্লার আর রাহমানপাড়ায়। মিলান কনস্যুলেট অফিসের ভাইস কনস্যুলার সাব্বির আহমেদ বলেন, ইসমাইল ১১ জানুয়ারি রাতে মারা যান। লন্ডনপ্রবাসী প্রকৌশলী ফিরোজের ভাষ্যমতে, ইসমাইল ইতালিতে ১৬-১৭ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সাব্বির আহমেদ আরও জানান, যতদ্রুত সম্ভব মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করবে মিলান কনস্যুলেট অফিস। তিনি বলেন, দুঃখের সঙ্গে বলতে হয়, গত কয়দিনের ব্যবধানে ইতালিতে আরও দুজন মারা গেছেন। এদের মধ্য একজন নারীও রয়েছেন। তার নাম কামরুন নাহার বকথ (৪২)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্বামী শাহীন আহমেদ। দেশের বাড়ি সিলেট জেলায়। অন্য আরেক প্রবাসী বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। তার নাম মাহবুব আহমেদ সৈকত (৪৪)। তিনি বলনিয়া শহরে বসবাস করতেন। তার বাবা খোরশেদ আলম। দেশের বাড়ি নারায়ণগঞ্জ সদরের তামাকপট্টি। বিবাহিত ছিলেন তিনি। এদিকে ইতালির মিলান প্রবাসী বাংলাদেশি মামুন হাওলাদার তিনি ইসমাইলের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মিলান বাংলাদেশ কমিউনিটির পক্ষে শোক প্রকাশ করেন।