প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বে শফিকুর রহমান চৌধুরী

  • আপডেট সময় : ০৩:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪
  • / 47
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আওয়ামী লীগের এই প্রবীণ সংসদ সদস্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে শফিকুর রহমান চৌধুরী দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হন। এর আগে সন্ধ্যায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ১১জন সংসদ সদস্য। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করেন।

২৫ মন্ত্রীর মধ্যে গত সরকারে বিভিন্ন মন্ত্রণালয় সামলানো আটজন মন্ত্রীর ওপর ভরসা রেখে তাদের আগের দপ্তরেই রেখেছেন শেখ হাসিনা। এরা হচ্ছেন– আ ক ম মোজাম্মেল হক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদের: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আনিসুল হক: আইন মন্ত্রণালয়, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন: শিল্প মন্ত্রণালয়, আসাদুজ্জামান খান কামাল: স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মো. তাজুল ইসলাম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সাধন চন্দ্র মজুমদার: খাদ্য মন্ত্রণালয় এবং ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট): বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। গত সরকারের দুজন মন্ত্রী এবার নতুন দপ্তর পেয়েছেন। এরা হচ্ছেন– মোহাম্মদ হাছান মাহমুদ: পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দীপু মনি: সমাজকল্যাণ মন্ত্রণালয়।

গত সরকারে না থাকলেও আগে কখনও মন্ত্রিসভায় ছিলেন, এরকম পাঁচজনকে নতুন সরকারের ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা। এরা হচ্ছেন– আবুল হাসান মাহমুদ আলী: অর্থ মন্ত্রণালয়, মুহাম্মদ ফারুক খান: বেসামরিক বিমান ও পর্যটন, নারায়ণ চন্দ্র চন্দ: ভূমি মন্ত্রণালয়, জাহাঙ্গীর কবির নানক: বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সাবের হোসেন চৌধুরী: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়।

আগের সরকারে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্ব পালন করা তিনজন এবার পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন। এরা হচ্ছেন– মো. ফরিদুল হক খান: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরহাদ হোসেন: জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল: শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রীদের মধ্যে নতুন মুখ হিসেবে এসেছেন সাতজন। এরা হচ্ছেন– আব্দুস সালাম: পরিকল্পনা মন্ত্রণালয়, উবায়দুল মোকতাদির চৌধুরী: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মো. আব্দুর রহমান: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, আব্দুস শহীদ: কৃষি মন্ত্রণালয়, সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জিল্লুল হাকিম: রেলপথ মন্ত্রণালয় এবং নাজমুল হাসান পাপন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এদিকে ১১ জন প্রতিমন্ত্রীর মধ্যে পুরনো দপ্তরে থাকছেন চারজন প্রতিমন্ত্রী। এরা হচ্ছেন– নসরুল হামিদ: বিদ্যুৎ বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরী: নৌ পরিবহন মন্ত্রণালয়, জুনাইদ আহমেদ পলক: ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাহিদ ফারুক: পানি সম্পদ মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রীদের মধ্যে বাকি সাতজনই নতুন। এরা হচ্ছেন– সিমিনি হোসেন রিমি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, কুজেন্দ্র লাল ত্রিপুরা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মহিবুর রহমান: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আলী আরাফাত: তথ্য ও সমপ্রচার, শফিকুর রহমান চৌধুরী: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বেগম রুমানা আলী: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আহসানুল ইসলাম টিটু: বাণিজ্য মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বে শফিকুর রহমান চৌধুরী

আপডেট সময় : ০৩:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) বঙ্গভবনে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আওয়ামী লীগের এই প্রবীণ সংসদ সদস্য।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে শফিকুর রহমান চৌধুরী দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হন। এর আগে সন্ধ্যায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ১১জন সংসদ সদস্য। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করেন।

২৫ মন্ত্রীর মধ্যে গত সরকারে বিভিন্ন মন্ত্রণালয় সামলানো আটজন মন্ত্রীর ওপর ভরসা রেখে তাদের আগের দপ্তরেই রেখেছেন শেখ হাসিনা। এরা হচ্ছেন– আ ক ম মোজাম্মেল হক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদের: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আনিসুল হক: আইন মন্ত্রণালয়, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন: শিল্প মন্ত্রণালয়, আসাদুজ্জামান খান কামাল: স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মো. তাজুল ইসলাম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; সাধন চন্দ্র মজুমদার: খাদ্য মন্ত্রণালয় এবং ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট): বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। গত সরকারের দুজন মন্ত্রী এবার নতুন দপ্তর পেয়েছেন। এরা হচ্ছেন– মোহাম্মদ হাছান মাহমুদ: পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দীপু মনি: সমাজকল্যাণ মন্ত্রণালয়।

গত সরকারে না থাকলেও আগে কখনও মন্ত্রিসভায় ছিলেন, এরকম পাঁচজনকে নতুন সরকারের ফিরিয়ে এনেছেন শেখ হাসিনা। এরা হচ্ছেন– আবুল হাসান মাহমুদ আলী: অর্থ মন্ত্রণালয়, মুহাম্মদ ফারুক খান: বেসামরিক বিমান ও পর্যটন, নারায়ণ চন্দ্র চন্দ: ভূমি মন্ত্রণালয়, জাহাঙ্গীর কবির নানক: বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং সাবের হোসেন চৌধুরী: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়।

আগের সরকারে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্ব পালন করা তিনজন এবার পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন। এরা হচ্ছেন– মো. ফরিদুল হক খান: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ফরহাদ হোসেন: জনপ্রশাসন মন্ত্রণালয় এবং মহিবুল হাসান চৌধুরী নওফেল: শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রীদের মধ্যে নতুন মুখ হিসেবে এসেছেন সাতজন। এরা হচ্ছেন– আব্দুস সালাম: পরিকল্পনা মন্ত্রণালয়, উবায়দুল মোকতাদির চৌধুরী: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মো. আব্দুর রহমান: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, আব্দুস শহীদ: কৃষি মন্ত্রণালয়, সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট): স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, জিল্লুল হাকিম: রেলপথ মন্ত্রণালয় এবং নাজমুল হাসান পাপন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এদিকে ১১ জন প্রতিমন্ত্রীর মধ্যে পুরনো দপ্তরে থাকছেন চারজন প্রতিমন্ত্রী। এরা হচ্ছেন– নসরুল হামিদ: বিদ্যুৎ বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরী: নৌ পরিবহন মন্ত্রণালয়, জুনাইদ আহমেদ পলক: ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাহিদ ফারুক: পানি সম্পদ মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রীদের মধ্যে বাকি সাতজনই নতুন। এরা হচ্ছেন– সিমিনি হোসেন রিমি: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, কুজেন্দ্র লাল ত্রিপুরা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মহিবুর রহমান: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আলী আরাফাত: তথ্য ও সমপ্রচার, শফিকুর রহমান চৌধুরী: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বেগম রুমানা আলী: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আহসানুল ইসলাম টিটু: বাণিজ্য মন্ত্রণালয়।