নূর আলীর মেয়ে নাদিহা যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত
- আপডেট সময় : ০১:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
- / 316
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর মেয়ে নাদিহা আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বুধবার শিকাগো বিমানবন্দরের কাছে এক দুর্ঘটনায় তিনি মারা যান। নাদিহা আলী মো. নূর আলী ও সেলিনা আলী দম্পতির মেজ মেয়ে ছিলেন। যথাসময়ে যুক্তরাষ্ট্রেই জানাজার পর তার দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।
নাদিহা আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নতুন ভিশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ আলী হোসেন। সেইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এ ছাড়া মোহা. নূর আলীর মেয়ের মৃত্যুতে আমাদের সময় পরিবারেও শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক আবুল মোমেন, উপদেষ্টা সম্পাদক ড. খোন্দকার শওকত হোসেন, নির্বাহী সম্পাদক মাইনুল আলমসহ সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা। এদিকে ইউনিক গ্রুপ থেকে এক শোকবার্তায় নাদিহা আলীর বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।