ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

সুদান ফেরত কর্মীদের অগ্রাধিকার দিয়ে রাশিয়ায় পাঠাবে বোয়েসেল

  • আপডেট সময় : ০১:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • / 91
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুদান ফেরত কর্মীদের বিশেষ অগ্রাধিকার দিয়ে রাশিয়াতে সরকারিভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বোয়েসেলে’র সহকারী মহাব্যবস্থাপক নোমান চৌধুরীর স্বাক্ষরিত কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেয়া হয় গত ৯ অক্টোবর।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশটির বিভিন্ন সেক্টরে বেশ কিছু পদে ১৮৪ নারী ও পুরুষ কর্মী নিয়োগ দিবে রাশিয়া। এক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে আগামী ২৫ অক্টোবরের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। তবে আবেদনকারীকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। এবং স্ব স্ব কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

 

 

১. পদের নাম: স্টোরকিপার , পদের সংখ্যা: ৬০টি,কাজের সময়: প্রতিদিন ০৮ ঘণ্টা বেতন: ৫২ হাজার রুবেল বা ৫৭ হাজার টাকা।

 

২. পদের নাম: গৃহপরিচারিকা (মহিলা), পদের সংখ্যা: ৫ টি,কাজের সময়: প্রতিদিন ১২ ঘণ্টা বেতন: ৬০ হাজার রুবেল বা ৬৪ হাজার টাকা।

 

৩. পদের নাম: কাপড় পরিষ্কারকারী (মহিলা), পদের সংখ্যা: ২ টি,কাজের সময়: প্রতিদিন ১২ ঘণ্টা বেতন: ৬০ হাজার রুবেল বা ৬৪ হাজার টাকা।

 

৪. পদের নাম: সাধারণ কর্মী, পদের সংখ্যা: ৩ টি, কাজের সময়: প্রতিদিন ১২ ঘণ্টা বেতন: ৪৪ হাজার রুবেল বা ৪৮ হাজার টাকা।

 

৫. পদের নাম: পরিচ্ছন্ন কর্মী (মহিলা), পদের সংখ্যা: ২ টি, কাজের সময়: প্রতিদিন ১২ ঘণ্টা বেতন: ৪৪ হাজার রুবেল বা ৪৮ হাজার টাকা।

 

৬. পদের নাম: লোডার (গুদাম বিভাগ), পদের সংখ্যা: ১৮ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৪৫ হাজার রুবেল বা ৫০ হাজার টাকা।

 

৭. পদের নাম: প্যাকেজ স্কেল ম্যান , পদের সংখ্যা: ১২ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৪৪ হাজার রুবেল বা ৪৮ হাজার টাকা।

 

৮. পদের নাম: শূকর খামার অপারেটর, পদের সংখ্যা: ১০ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৩৫ হাজার রুবেল বা ৪০ হাজার টাকা।

 

৯. পদের নাম: শস্য প্রক্রিয়াকরণ অপারেটর, পদের সংখ্যা: ২২ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৩৩ হাজার রুবেল বা ৩৭ হাজার টাকা।

 

১০. পদের নাম: স্বল্পদক্ষ শ্রমিক (শস্য উৎপাদন), পদের সংখ্যা: ১৫ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৩৩ হাজার রুবেল বা ৩৭ হাজার টাকা।

 

১১. পদের নাম: স্বল্পদক্ষ শ্রমিক (চিনি শিল্প), পদের সংখ্যা: ১০ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৩৩ হাজার রুবেল বা ৩৭ হাজার টাকা।

 

১২. পদের নাম: লোডার (রেল বিভাগ), পদের সংখ্যা: ৪ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৩৩হাজার রুবেল বা ৩৭ হাজার টাকা।

 

১৩. পদের নাম: লোডার (প্যাকেজিং বিভাগ), পদের সংখ্যা: ১৬ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৩৩ হাজার রুবেল বা ৩৭ হাজার টাকা।

 

১৪. পদের নাম: সাধারণ বা স্বল্পদক্ষ কর্মী, পদের সংখ্যা: ৫ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৩৩ হাজার রুবেল বা ৩৭ হাজার টাকা।

 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মীর চাকরির চুক্তির মেয়াদ ১ বছর এবং নবায়নযোগ্য। শিক্ষানবিশকাল ৩ মাস, সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী ওভারটাইম করতে পারবে কর্মীরা। সেইসাথে কর্মীর প্রাথমিক চিকিৎসার খরচ ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা, কর্মস্থলে যাতায়াতের পরিবহনের খরচ এবং কাজের দিনের খাবার নিয়োগদাতা কোম্পানি বহন করবে। তবে কর্মীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

 

এছাড়া চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং চাকরি শেষে দেশে ফিরে আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। অন্যান্য শর্তাবলি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

 

আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য জমা দিয়ে বোয়েসেলের দেয়া ফরম পূরণ করতে হবে। পরে নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ বাবদ ১ নং পদের জন্য ৭০ হাজার টাকা,২ থেকে ৭ নং পদের জন্য ৫৬ হাজার টাকা এবং ৮ থেকে ১৪ নং পদের জন্য ৩৫হাজার টাকা। মেডিকেল ফি ২ হাজার টাকা, ভিসা স্ট্যাম্পিং ফি ৯ হাজার ৮শ টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে।

 

উল্লেখ্য, ভিসা বা ওয়ার্কপারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পর কর্মী রাশিয়া না যেতে চাইলে বোয়েসেলে জমাকৃত পে-অর্ডার বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। এ বিষয়ে প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫ -এ যোগাযোগ করা যেতে পারে।

 

অনলাইনে আবেদনের লিংক পেতে এখানে ক্লিক করুন

যোগাযোগের ঠিকানা:
প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা ), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ ।

যোগাযোগ নাম্বারঃ
ফোনঃ +৮৮-০২-৫৮৩১১৮৩৮, ৪৮৩১৯১২৫ ও ৮৪৩১৭৫১৫ (পিএবিএক্স)
ইমেইলঃ info@boesl.gov.bd / md@boesl.gov.bd
ওয়েবঃ www.boesl.gov.bd

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সুদান ফেরত কর্মীদের অগ্রাধিকার দিয়ে রাশিয়ায় পাঠাবে বোয়েসেল

আপডেট সময় : ০১:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

সুদান ফেরত কর্মীদের বিশেষ অগ্রাধিকার দিয়ে রাশিয়াতে সরকারিভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বোয়েসেলে’র সহকারী মহাব্যবস্থাপক নোমান চৌধুরীর স্বাক্ষরিত কর্মী নিয়োগের এই বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেয়া হয় গত ৯ অক্টোবর।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশটির বিভিন্ন সেক্টরে বেশ কিছু পদে ১৮৪ নারী ও পুরুষ কর্মী নিয়োগ দিবে রাশিয়া। এক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে আগামী ২৫ অক্টোবরের মধ্যে অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। তবে আবেদনকারীকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। এবং স্ব স্ব কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

 

 

১. পদের নাম: স্টোরকিপার , পদের সংখ্যা: ৬০টি,কাজের সময়: প্রতিদিন ০৮ ঘণ্টা বেতন: ৫২ হাজার রুবেল বা ৫৭ হাজার টাকা।

 

২. পদের নাম: গৃহপরিচারিকা (মহিলা), পদের সংখ্যা: ৫ টি,কাজের সময়: প্রতিদিন ১২ ঘণ্টা বেতন: ৬০ হাজার রুবেল বা ৬৪ হাজার টাকা।

 

৩. পদের নাম: কাপড় পরিষ্কারকারী (মহিলা), পদের সংখ্যা: ২ টি,কাজের সময়: প্রতিদিন ১২ ঘণ্টা বেতন: ৬০ হাজার রুবেল বা ৬৪ হাজার টাকা।

 

৪. পদের নাম: সাধারণ কর্মী, পদের সংখ্যা: ৩ টি, কাজের সময়: প্রতিদিন ১২ ঘণ্টা বেতন: ৪৪ হাজার রুবেল বা ৪৮ হাজার টাকা।

 

৫. পদের নাম: পরিচ্ছন্ন কর্মী (মহিলা), পদের সংখ্যা: ২ টি, কাজের সময়: প্রতিদিন ১২ ঘণ্টা বেতন: ৪৪ হাজার রুবেল বা ৪৮ হাজার টাকা।

 

৬. পদের নাম: লোডার (গুদাম বিভাগ), পদের সংখ্যা: ১৮ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৪৫ হাজার রুবেল বা ৫০ হাজার টাকা।

 

৭. পদের নাম: প্যাকেজ স্কেল ম্যান , পদের সংখ্যা: ১২ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৪৪ হাজার রুবেল বা ৪৮ হাজার টাকা।

 

৮. পদের নাম: শূকর খামার অপারেটর, পদের সংখ্যা: ১০ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৩৫ হাজার রুবেল বা ৪০ হাজার টাকা।

 

৯. পদের নাম: শস্য প্রক্রিয়াকরণ অপারেটর, পদের সংখ্যা: ২২ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৩৩ হাজার রুবেল বা ৩৭ হাজার টাকা।

 

১০. পদের নাম: স্বল্পদক্ষ শ্রমিক (শস্য উৎপাদন), পদের সংখ্যা: ১৫ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৩৩ হাজার রুবেল বা ৩৭ হাজার টাকা।

 

১১. পদের নাম: স্বল্পদক্ষ শ্রমিক (চিনি শিল্প), পদের সংখ্যা: ১০ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৩৩ হাজার রুবেল বা ৩৭ হাজার টাকা।

 

১২. পদের নাম: লোডার (রেল বিভাগ), পদের সংখ্যা: ৪ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৩৩হাজার রুবেল বা ৩৭ হাজার টাকা।

 

১৩. পদের নাম: লোডার (প্যাকেজিং বিভাগ), পদের সংখ্যা: ১৬ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৩৩ হাজার রুবেল বা ৩৭ হাজার টাকা।

 

১৪. পদের নাম: সাধারণ বা স্বল্পদক্ষ কর্মী, পদের সংখ্যা: ৫ টি,কাজের সময়: প্রতিদিন ৮ ঘণ্টা বেতন: ৩৩ হাজার রুবেল বা ৩৭ হাজার টাকা।

 

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কর্মীর চাকরির চুক্তির মেয়াদ ১ বছর এবং নবায়নযোগ্য। শিক্ষানবিশকাল ৩ মাস, সপ্তাহে ৬ দিন কাজ করতে হবে এবং কোম্পানির নিয়ম অনুযায়ী ওভারটাইম করতে পারবে কর্মীরা। সেইসাথে কর্মীর প্রাথমিক চিকিৎসার খরচ ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা, কর্মস্থলে যাতায়াতের পরিবহনের খরচ এবং কাজের দিনের খাবার নিয়োগদাতা কোম্পানি বহন করবে। তবে কর্মীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

 

এছাড়া চাকরিতে যোগদানের বিমানভাড়া এবং চাকরি শেষে দেশে ফিরে আসার বিমানভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে। অন্যান্য শর্তাবলি রাশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।

 

আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্য জমা দিয়ে বোয়েসেলের দেয়া ফরম পূরণ করতে হবে। পরে নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ বাবদ ১ নং পদের জন্য ৭০ হাজার টাকা,২ থেকে ৭ নং পদের জন্য ৫৬ হাজার টাকা এবং ৮ থেকে ১৪ নং পদের জন্য ৩৫হাজার টাকা। মেডিকেল ফি ২ হাজার টাকা, ভিসা স্ট্যাম্পিং ফি ৯ হাজার ৮শ টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে।

 

উল্লেখ্য, ভিসা বা ওয়ার্কপারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার পর কর্মী রাশিয়া না যেতে চাইলে বোয়েসেলে জমাকৃত পে-অর্ডার বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। এ বিষয়ে প্রবাস বন্ধু কল সেন্টার ১৬১৩৫ -এ যোগাযোগ করা যেতে পারে।

 

অনলাইনে আবেদনের লিংক পেতে এখানে ক্লিক করুন

যোগাযোগের ঠিকানা:
প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা ), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০ ।

যোগাযোগ নাম্বারঃ
ফোনঃ +৮৮-০২-৫৮৩১১৮৩৮, ৪৮৩১৯১২৫ ও ৮৪৩১৭৫১৫ (পিএবিএক্স)
ইমেইলঃ info@boesl.gov.bd / md@boesl.gov.bd
ওয়েবঃ www.boesl.gov.bd