ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি : প্রবাসী কল্যাণমন্ত্রী

  • আপডেট সময় : ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • / 146
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।

শনিবার সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা আয়োজিত সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী এসময় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ আপ্ত বাক্যে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করবো।

 

তিনি বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্পদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র পাল ছানা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ম সম্পাদক অনুপ কান্তিদে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সভাপতি সুফিয়ান আহমদ প্রমুখ।

উল্লেখ্য, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ২০ অক্টোবর থেকে গোয়াইনঘাট উপজেলায় ৩৯ টি পূজা মাণ্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। মন্ত্রী সরকারের পক্ষ থেকে গোয়াইনঘাটের ৩৮টি পূজা মাণ্ডপে ১৯ মেট্রিকটন চাল ও তার নিজস্ব তহবিল থেকে প্রতি পূজা মাণ্ডপে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি : প্রবাসী কল্যাণমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।

শনিবার সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা আয়োজিত সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী এসময় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার’ এ আপ্ত বাক্যে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করবো।

 

তিনি বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এই দেশ আমাদের সকলের। বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্পদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারের রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি সুভাষ চন্দ্র পাল ছানা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিত্যানন্দ দাসের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাট উপজেলা শাখার যুগ্ম সম্পাদক অনুপ কান্তিদে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সভাপতি সুফিয়ান আহমদ প্রমুখ।

উল্লেখ্য, বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ২০ অক্টোবর থেকে গোয়াইনঘাট উপজেলায় ৩৯ টি পূজা মাণ্ডপে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। মন্ত্রী সরকারের পক্ষ থেকে গোয়াইনঘাটের ৩৮টি পূজা মাণ্ডপে ১৯ মেট্রিকটন চাল ও তার নিজস্ব তহবিল থেকে প্রতি পূজা মাণ্ডপে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেন।