রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে ইরাক প্রবাসী
- আপডেট সময় : ০৮:০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
- / 449
রাজধানীর গাবতলীতে যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খুইয়েছেন মো. আসান আলী (৪১) নামে এক ইরাক প্রবাসী।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দিয়েছেন চিকিৎসক।
ওই প্রবাসীকে হাসপাতালে নিয়ে আসা বসুমতি বাসের চালক মো. হাসান বলেন, ওই যাত্রী গাবতলী যাওয়ার উদ্দেশে বিমানবন্দর থেকে আমার গাড়িতে ওঠেন। এরপর গাবতলীতে এলে দেখতে পাই, সিটের মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
তিনি বলেন, তার পকেটে কেবল একটি পাসপোর্ট পাওয়া গেছে। সেখান থেকে নামপরিচয় জানতে পারি আমরা। পাসপোর্ট দেখে জানতে পেরেছি, গতকাল ইরাক থেকে রওনা হয়ে আজ দুপুরে বাংলাদেশে এসে পৌঁছান তিনি। কিন্তু তার সঙ্গে কোনো লাগেজ ছিল না।
মো. হাসান জানান, সম্ভবত এয়ারপোর্টে কোনো প্রতারক চক্রের পাল্লায় পড়েছিলেন তিনি। আসান আলী কুষ্টিয়ার পাহাড়পুর থানার মিরপুর গ্রামের হামেদ আলীর ছেলে।
জানতে চাইলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তার পাকস্থলী ওয়াশ করে মেডিসিন ভবনের ৬০১নং ওয়ার্ডে ভর্তি দেন। তিনি পুরোপুরি সুস্থ হলে জানা যাবে তার কাছ থেকে কি পরিমাণ জিনিস খোয়া গেছে।