চীনের গুয়াংজুতে বিমানের কার্যালয় উদ্বোধন
- আপডেট সময় : ১২:৪৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / 424
চীনের গুয়াংজুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ক্রমবর্ধমান যাত্রী চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগ হিসেবে সোমবার (১৭ জানুয়ারি) নিজস্ব এই কার্যালয় উদ্বোধন করা হয়।
বিমানের নতুন কার্যালয়ের ঠিকানা- রুম ৫০৪ বি, অ্যাট্রিয়াম এরিয়া, গুয়াংডং ইন্টারন্যাশনাল বিল্ডিং, ৩৩৯ পূর্ব হুয়াংশি রোড, গুয়াংজু, ৫১০০৯৮, চীন।
গুয়াংজু শহরে নতুন এ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য দেন চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, বিমানের কর্পোরেট পরিকল্পনা ও প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর ড. মো. মাহবুব জাহান খান (অব.), মহাব্যবস্থাপক বিপণন মোহাম্মদ সালাহউদ্দিন।
এছাড়া চীনে বিমানের ব্যবসায়িক সহযোগী সুপার পাওয়ার লজিস্টিকস এর প্রতিনিধি ফিলিপ, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি মোহাম্মদ জাহিদ হোসেন, চীনে কর্মরত বিমানের কান্ট্রি ম্যানেজার মো. শাহনেওয়াজ মজুমদার ও স্টেশন ম্যানেজার মোহাম্মদ শামীম হাসান বক্তব্য রাখেন।
এছাড়া অনুষ্ঠানের অতিথিরা এবং বিমানের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।