কুয়েতের পর্যটন কেন্দ্রে প্রবাসীদের ঢল

  • আপডেট সময় : ০১:৩৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩
  • / 156
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক: 

এই সময়ে কুয়েতের সালমিয়া মেরিনা বিচে প্রচুর প্রবাসীর ঢল দেখা যায়। তারা ছুটি কাটাতে এখানে এসে পরিবার-পরিজন নিয়ে আড্ডা দেন।

সরেজমিনে দেখা যায়, ছোট-ছোট বাচ্চারা খেলাধুলা করছে। বড়রা চা, গাওয়া ও কফি পান করছেন। কেউ আবার বাসা থেকে রান্না করে খাবার তৈরি করে নিয়ে এসেছেন। পাশাপাশি মেতে উঠেছেন গল্প ও আড্ডায়। অনেকেই মনের আনন্দে সমুদ্রের জ্বলে গা ভাসিয়ে প্রশান্তি খোঁজার চেষ্টা করছেন। কর্মব্যস্ততার পরে ছুটির সময় সবাই মিলে উপভোগ করার চেষ্টা করছেন অনেকে।

দিনের প্রচণ্ড গরমের কারণে রাতে দর্শনীয় স্থানগুলোতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে ঈদ পুনর্মিলনী করতে দেখা গেছে। নাচ, গান ও আড্ডায় মেতে উঠেন তারা। পাশাপাশি নৈশভোজের আয়োজন করেন।

কমিউনিটির নেতারা বলেন, কাজের ব্যস্ততা ও ছুটির মিল না থাকায় অনেক পরিচিত বন্ধুর সঙ্গে তেমন সাক্ষাৎ হয় না। ঈদের ছুটিতে দেখা হলো, আড্ডা হলো। টাকার জন্য অমানবিক পরিশ্রম করতে গিয়ে একঘেয়েমি ও মেজাজ খিটখিটে হয়ে যায়। পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকে। তাই কাজের ফাঁকে দর্শনীয় স্থানে ঘোরাফেরা করা ও আড্ডা দেওয়া মানসিক প্রশান্তি নিয়ে আসে।

প্রকাশ সময়: ৯ জুলাই ২০২৩, রাত ১:৪৫ মিনিট

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুয়েতের পর্যটন কেন্দ্রে প্রবাসীদের ঢল

আপডেট সময় : ০১:৩৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

প্রবাসী কণ্ঠ প্রতিবেদক: 

এই সময়ে কুয়েতের সালমিয়া মেরিনা বিচে প্রচুর প্রবাসীর ঢল দেখা যায়। তারা ছুটি কাটাতে এখানে এসে পরিবার-পরিজন নিয়ে আড্ডা দেন।

সরেজমিনে দেখা যায়, ছোট-ছোট বাচ্চারা খেলাধুলা করছে। বড়রা চা, গাওয়া ও কফি পান করছেন। কেউ আবার বাসা থেকে রান্না করে খাবার তৈরি করে নিয়ে এসেছেন। পাশাপাশি মেতে উঠেছেন গল্প ও আড্ডায়। অনেকেই মনের আনন্দে সমুদ্রের জ্বলে গা ভাসিয়ে প্রশান্তি খোঁজার চেষ্টা করছেন। কর্মব্যস্ততার পরে ছুটির সময় সবাই মিলে উপভোগ করার চেষ্টা করছেন অনেকে।

দিনের প্রচণ্ড গরমের কারণে রাতে দর্শনীয় স্থানগুলোতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে ঈদ পুনর্মিলনী করতে দেখা গেছে। নাচ, গান ও আড্ডায় মেতে উঠেন তারা। পাশাপাশি নৈশভোজের আয়োজন করেন।

কমিউনিটির নেতারা বলেন, কাজের ব্যস্ততা ও ছুটির মিল না থাকায় অনেক পরিচিত বন্ধুর সঙ্গে তেমন সাক্ষাৎ হয় না। ঈদের ছুটিতে দেখা হলো, আড্ডা হলো। টাকার জন্য অমানবিক পরিশ্রম করতে গিয়ে একঘেয়েমি ও মেজাজ খিটখিটে হয়ে যায়। পাশাপাশি স্বাস্থ্যঝুঁকি বাড়তে থাকে। তাই কাজের ফাঁকে দর্শনীয় স্থানে ঘোরাফেরা করা ও আড্ডা দেওয়া মানসিক প্রশান্তি নিয়ে আসে।

প্রকাশ সময়: ৯ জুলাই ২০২৩, রাত ১:৪৫ মিনিট