সংবাদ শিরোনাম :
ভিয়েতনামে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত লুৎফর রহমান
- আপডেট সময় : ০৮:৫৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / 116
বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মো. লুৎফর রহমানকে ভিয়েতনামে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি এই পদে রাষ্ট্রদূত সামিনা নাজের স্থলাভিষিক্ত হবেন।
কূটনীতিক মো. লুৎফর রহমান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৭তম ব্যাচে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ১৯৯৮ সালে ফরেন সার্ভিসে যোগদান করে তিনি এখন টরন্টোতে বাংলাদেশ কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি মুম্বাইয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তার কূটনৈতিক কর্মজীবনে তিনি হ্যানয়, করাচি, রিয়াদ এবং রাবাতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া লুৎফর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন।