সংবাদ শিরোনাম :
ইন্দোনেশিয়া-মালয়েশিয়ায় ঈদ ২৯ জুন
- আপডেট সময় : ১০:২৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
- / 101
ইন্দোনেশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, রোববার (১৮ জুন) সেদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৯ জুন।
আর মালয়েশিয়া নিশ্চিত করেছে, সে দেশের মুসলিমরা আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।
আর ব্রুনেইয়ের আকাশেও রোববার চাঁদ দেখা যায়নি। ২৯ জুন দেশের মুসলিমরা ঈদ উদযাপন করবেন।
এদিকে সৌদি আরবের সুপ্রিম কোর্ট সোমবার ঘোষণা দিয়েছে, সে দেশে সোমবার (১৯ জুন) হবে পবিত্র জিলহজ মাসের প্রথম দিন। রোববার (১৮ জুন) দেশটিতে নতুন মাসের চাঁদ দেখা গেছে।
এক বিবৃতিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, চাঁদ দেখার হিসাবে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে জিলহজ মাসের দশম দিন ২৮ জুন (বুধবার)। আগের দিন ২৭ জুন হবে আরাফাতের দিন।
এদিকে ওমানও জানিয়েছে, তাদের ঈদুল আজহা কবে। দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ২৮ জুন (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হবে। হিজরি ১৪৪৪ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।