সংবাদ শিরোনাম :
মিশরাতায় লিবিয়ার বাংলাদেশ দুতাবাস প্রতিনিধি, প্রবাসীদের নিয়ে গনশুনানী
- আপডেট সময় : ০৪:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩
- / 130
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক:
দূতাবাসের সেবার সার্বিক মান উন্নয়নের উপর গনশুনানী এবং বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ সংক্রান্ত সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয় লিবিয়ার মিসরাতা শহরে।
সম্প্রতি দুতাবাসের একটি প্রতিনিধি দল মিশরাতা সফরের সময় এই শুাননীর আয়ো্জন করা হয়্ এসময় এসময় দূতাবাসের প্রতিনিধি দলের পক্ষ থেকে মিসরাতা ও তার আশেপাশের শহরে বসবাসরত প্রবাসীদের বিভিন্ন কন্স্যুলার ও কল্যাণ সেবা দেওয়া হয়।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে উক্ত প্রতিনিধি দলের পক্ষ থেকে দূতাবাসের সেবার মান উন্নয়নের উপর গণশুনানি এবং বৈধভাবে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ সংক্রান্ত সচেতনামূলক সভার আয়োজন করা হয়। মিসরাতায় দূতাবাস কর্তৃক আয়োজিত এসকল সভায় উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
এরআগে দূতাবাসের অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিবিয়ার মিসরাতা ও তার আশেপাশের শহরে বসবাসরত প্রবাসীদের দূতাবাসের টীমের পক্ষ থেকে কন্স্যুলার ও কল্যাণ সেবা দেয়া হয়েছে। পূর্বের সময়সূচি অনুযায়ী উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী তাদের ডিজিটাল পাসপোর্ট রিইস্যুর আবেদন সম্পন্ন, পূর্বে আবেদনকৃত ডিজিটাল পাসপোর্ট এবং ট্রাভেল পারমিট (আউটপাস) প্রাপ্তিসহ বিভিন্ন সেবা গ্রহণ করেন৷
প্রকাশ: শুক্রবার বিকেল ৪টা ১৫ মিনিট