ভয়ংকর ঘূর্ণিঝড় ‘মোখা’: কক্সবাজার ও চট্টগ্রামে ইউএস-বাংলার ফ্লাইট দুদিন বন্ধ
- আপডেট সময় : ০৯:৪৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / 120
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক
প্রকাশ : শনিবার বেলা ৩টা ৪৫ মিনিট
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা ও আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজার ও চট্টগ্রাম বিমানবন্দর বন্ধ রয়েছে। যারফলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার ও চট্টগ্রামের চলাচলকারী সকল ফ্লাইট আজ এবং আগামীকাল রোববার মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে।
শনিবার ইউএস বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মো. কামরুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। যাত্রীদেরকে যেকোনো সেলস অফিসে যোগাযোগ করে পরবর্তী যাত্রার তারিখ নির্ধারণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও কোনো যাত্রী পূর্ব নির্ধারিত শনি ও রোববারের চট্টগ্রাম ও কক্সবাজার রুটের যাত্রা বাতিল করে টিকেটের সমপরিমান অর্থ ফেরত নিতে পারবেন।
এছাড়া যে সকল যাত্রীদের কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটে যাত্রার তারিখ নির্ধারিত ছিলো, তাঁদেরকেও ফ্লাইট সূচীর কমপক্ষে ৪ ঘন্টা পূর্বে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। যাত্রীদের সকল অসুবিধার কথা বিবেচনা করে চট্টগ্রাম ও কক্সবাজারের টিকেট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্যে ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে । প্রাকৃতিক এই দুর্যোগের কারনে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করেছে বলেও বিজ্ঞপ্তিতি বলা হয়েছে।