বাংলাদেশ হাইকমিশনারের সাথে মালয়েশিয়া আওয়ামী লীগ আহবায়কের সাক্ষাত
- আপডেট সময় : ১০:৪৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / 133
প্রবাসী কণ্ঠ প্রতিবেদক
২৫ এপ্রিল ০৪:৪৫ পিএম
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের বঙ্গবন্ধু কর্ণারে দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী ও কারাগারের রোজনামচা বইটি হাইকমিশনার এইচ. ই. মোহাম্মদ গোলাম সারওয়ার এর হাতে তুলে দিয়েছেন মালয়েশিয়া আওয়ামী লীগ শাখার আহবায়ক এম রেজাউল করিম রেজা।
সম্প্রতি (ঈদের আগে) বাংলাদেশ হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এই বইটি তার (হাইকমিশনার) হাতে তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সিনিয়র নেতা জসিম উদ্দিন চৌধুরী।
বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে মোহাম্মদ গোলাম সারওয়ারের সাথে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতের বিষয়ে মালয়েশিয়া শাখার আহবায়ক এম রেজাউল করিম রেজা প্রবাসী কণ্ঠ পত্রিকার প্রতিবেদককে বলেন, আমাদের সবার প্রিয় মান্যবর হাইকমিশনার স্যার খুবই আন্তরিকতার সাথে আমাদেরকে সময় দিয়েছেন। বিভিন্ন বিষয়ে খোলামেলা কথা বলেছেন। সাক্ষাতে তিনি বাংলাদেশ কমিউনিটি এবং এখানে থাকা লাখ লাখ প্রবাসী বাংলাদেশীদের জন্য তিনি বেশবিছু দিকনির্দ্দেশনা ও আমাদেরকে দিয়েছেন।
রেজা বলেন, হাইকমিশনার স্যার আমাকে বলেছেন, প্রবাসী বাংলাদেশীদের জন্য আন্তরিকতার সাথে কাজ করতে। একই সাথে তিনি বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দের কাছে এব্যাপারে সার্বিক সহযোগিতা চেয়েছেন। হাইকমিনার সৌজন্য সাক্ষাতে একটি বিষয়ে জোর দিয়ে বলেছেন, এমন কোন কাজ করা যাবে না, যার কারণে বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হয়। প্রবাসীদের যে কোন বিষয়ে হাইকমিশন সহযোগিতায় প্রস্তুত রয়েছে জানিয়ে হাইকমিশনার স্যার আরো বলেছেন, আমি কোন গ্রুপকে এখানে প্রমোট করতে আসিনি। আমি শুধু দেখবো বাংলাদেশের স্বার্থ। এরবাইরে আর কিছু চিন্তার সুযোগ নেই। যোগ করেন তিনি।
উল্লেখ্য মহামারী করোনা ভাইরাসের আগে মালয়েশিয়া আওয়ামী লীগ শাখার আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী এম রেজাউল করিম রেজা বাংলাদেশের সাবেক হাইকমিশনার মো. শহীদুল ইসলামের হাতেও বইটি তুলে দিয়েছিলেন।