ইতালিতে প্রবাসী সাংবাদিকদের সম্মানে দূতাবাসে ইফতার
- আপডেট সময় : ০৯:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
- / 160
আলোচনায় দূতাবাসের সেবার মান বৃদ্ধি, এনআইডি কার্ড, ই-পাসপোর্ট চালু, ওয়েজ আর্নাস বোডের সদস্যপদ এবং মৌসুমী ভিসায় বৈধপথে ইতালিতে প্রবেশের যথাযথ নিয়েম মেনে চলাসহ আরও অনেক বিষয়ের ওপর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। এর আগে ইফতারের সময় হলে প্রবাসী সাংবাদিকরা দূতাবাসের কর্মকর্তাদের সাথে ইফতার করেন।
পরে আলোচনায় রাষ্ট্রদূত বলেন, আপনারা অবগত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
বাংলাদেশের আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ইতালি সরকারের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ইতালি বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ। সুন্দর একটি সু-সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশের সাথে ইতালির দীর্ঘ পথচলার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে একই সঙ্গে তারা আসন্ন দ্বাদশ নির্বাচন সম্পর্কে অবগত আছে।
এরপর তিনি বলেন,ইতালির মৌসুমী ভিসা সম্পর্কে সবারই জানার কথা যে, দীর্ঘ প্রায় আট বছর বাংলাদেশের কোটা বন্ধ রাখে ইতালি সরকার। এরপর ২০২০ সালে প্রধানমন্ত্রী ইতালি সফরে এলে বিষয়টি ইতালি সরকারের সাথে আলোচনা করার পর কূটনৈতিক তৎপরতায় পুনরায় মৌসুমী ভিসা চালু করে ইতালি। যার ফলে গত দু-বছর ধরে বাংলাদেশি শ্রমিকরা ইতালিতে আসার সুযোগ পাচ্ছে। যদি নিয়ম মেনে চলে এ রাস্তা সব সময় খোলা থাকবে। অন্যদিকে এ বছর প্রথমবারের মতো সিজনাল ভিসা কনভার্ট করার সুযোগ রয়েছে ইতালিতে। এছাড়াও তিনি আরও অনেক প্রশ্নের জবাব দেন।
গত বছরে দূতাবাস থেকে যেসব সেবা দেওয়া হলো
২০২২ সালে প্রবাসী বাংলাদেশিদের যেসব সেবা প্রদান করা হয়েছে তার একটি তালিকা প্রকাশ করা হয়। এর মধ্যে পাসপোর্ট আবেদন ১৭ হাজার ৮২৭টি, পাসপোর্ট বিতরণ ১৭ হাজার ৭০৬, ভিসা ৯৮৫, এনভিএর (নো ভিসা রিকোয়ার্ড ২ হাজার ১৫১, ট্রাভেল পারমিট ১৭০,বিভিন্ন সার্টিফিকেট ৭ হাজার ৭৬৪, ইতালির বিভিন্ন শহরে ভ্রাম্যমান কনস্যুলার সেবা ৪ স্থানে। এছাড়া ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ২ হাজার ২৪৬ জন, প্রবাসীদের মরদেহ প্রেরণে বিমান ভাড়া প্রদান ৩৬ জনের, বাংলা শিক্ষা কার্যক্রমসহ ১৬টি সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান, বিভিন্ন স্কুলে বিতরণকৃত বাংলা পাঠ্যপুস্তক ৪৬৬, অসুস্থ ও বিপদগ্রস্ত প্রবাসীকে আর্থিক সহায়তা, ডিমান্ড লেটার সত্যায়ন (সার্বিয়া কর্মী নিয়োগ)।
ইফতারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে জাতির পিতা বঙ্গবন্ধুসহ চার নেতার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে এবং প্রধানমন্ত্রীর সুস্থতা ও নেক হায়াত চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। অন্যদিকে রাষ্ট্রদূত সাংবাদিকদের সাথে আলোচনাকালে গত বছর আগস্ট মাসে পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে দূতাবাসে এসে বাংলাদেশিদের ভাংচুরের ঘটনা প্রসঙ্গে বলেন,দূতাবাস একটি রাষ্ট্রীয় সম্পদ। এখানে লাল-সবুজের পতাকা ওড়ে, আবার এখান থেকেই বাংলাদেশকে উপস্থাপন করা হয়। অথচ গত বছরের আগষ্ট মাসে বেশ কিছু বাংলাদেশি পাসপোর্টে সংশোধনের নামে দূতাবাসের চ্যান্সেলর অফিস ভাংচুর করে। সেখানে একজন নারীর বাচনভঙ্গি আমাদের অবাক করে। এই ঘটনায় সংশ্লিষ্টরা ক্ষমার অযোগ্য। ইফতার মাহফিলে প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় অন্যদের মধ্যে দূতালয় প্রধান জসিম উদ্দিন, প্রথম সচিব সাইফুল ইসলাম (পাসপোর্ট বিভাগ), আসিফ আনাম সিদ্দিকী (শ্রম কল্যাণ), প্রথম সচিব আয়েশা ও আসফাক উপস্থিত ছিলেন।