খাদেম ফাউন্ডেশন জামে মসজিদের উদ্বোধন করেছেন এমপি বেনজির
- আপডেট সময় : ০২:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- / 186
নিজস্ব প্রতিবেদক
খাদেম ফাউন্ডেশন জামে মসজিদ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঢাকা ১ আসনের সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বায়রা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
গতকাল শুক্রবার ৪১/১ শান্তিনগরের খাদেম টাওয়ারের প্রথম তলায় নবনির্মিত মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। মসজিদের উদ্বোধন শেষে তিনি একই ভবনের নীচে স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জুম্মা নামাজের খুতবার পর প্রধান অতিথি বেনজির আহমদ এমপি সংক্ষিপ্ত বক্তব্য বলেন, আজকে আল্লহ্র ঘর এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা খাদেম ফাউন্ডেশনের সভাপতি একজন দানবীর, ইসলামিক চিন্তাবিদ এবং আমার অত্যন্ত ঘনিষ্টজন খাদেম দুলাল সাহেব ও মুসল্লী ভাইদের আসসালামু আলাইকুম। তিনি বলেন, আজকে আমার জীবনের প্রথম মাহে রমজানের প্রথম দিনে কোন মসজিদের উদ্বোধন করার সুযোগ হয়েছে। আমি আমার এলাকায় অনেক মসজিদের ভিত্তিপ্রস্তর করেছি, উদ্বোধন করেছি, নির্মান কাজে সহযোগিতা করেছি। আজকের দিনটা আমার কাছে ভিন্ন একটা দিন। এই সুযোগটা আল্লাহর তরফ থেকে এসেছে এবং দুলাল ভাইয়ের মাধ্যমে। আমি মনে মনে চিন্তা করেছি, একটি মানুষ এই শহরের মধ্যে যেখানে জায়গা পাওয়া যায় না সেখানে নিজস্ব জায়গায় মসজিদ নির্মান করেছেন আমাদের দুলাল ভাই। আমরা সবাই তার জন্য দোয়া এবং তার পরিবার ও তার পিতামাতা সকলের প্রতি আল্লাহতায়ালার রহমত নাজিল হউক।
খাদেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও খাদেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম. এন. এইচ খাদেম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে স্বাগত বক্তব্য দেন ১৩ নম্বর ওয়ার্ড কমিশনার এনামুল হক আবুল। আরো উপস্থিত ছিলেন শান্তিনগর সমাজ কল্যাণ সমিতি ও নয়া পল্টন জামে মসজিদ এর সভাপতি সাইফুর রহমান দুলাল, বায়রা, আটাব ও হাবের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লীরা।
খাদেম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি খাদেম দুলাল তার বক্তব্য বলেন, আমি এই শান্তিনগর এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করলে আমার আসল জন্মস্থান ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া জেলায়। শান্তিনগর এলাকায় দীর্ঘদিন থাকার পর দেখেছি এই এলাকার নাম যেমন শান্তি এখানকার মানুষগুলোও খুবই শান্তিপ্রিয়। আমি অনেক মুরব্বীকে রাস্তার ওই পারে যেতে দেখি নামাজ আদায় করতে। আশেপাশে কোন মসজিদ নাই। শুকরিয়া আল্লাহ পাকের কাছে। এই মসিজদটি আল্লাহপাক করাইছেন। আমার কোন শক্তি নাই। সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমি সবার কাছে দোয়া চাই।