সংবাদ শিরোনাম :
নিষেধাজ্ঞায় থাকা জাহাজ গ্রহণ করবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:২৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩
- / 151
নিষেধাজ্ঞায় থাকা কোনো জাহাজ বাংলাদেশ গ্রহণ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (২৫ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মোমেন বলেন, বেসরকারি পণ্যবাহী জাহাজ নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। রাশিয়া থেকে জাহাজ আসবে, কিন্তু দেরি হবে।এর আগে সংগঠনের নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান পররাষ্ট্রমন্ত্রী। পরে সংগঠনটির বিভিন্ন শাখার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।