দূতাবাস আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রুপকথার প্রথম স্থান অর্জন
- আপডেট সময় : ১০:৫৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / 601
ইতালীর রোম থেকে, প্রকাশ: বিকেল ৫টা, ২০২৩
ইতালির রোমে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির মেধাবী ও প্রতিভাবান কন্যা রূপকথা রায় (৩০ ডিসেম্বর ২০২২) বাংলাদশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানের কাছ থেকে নিজের আকা ছবি সম্বলিত ‘Opportunita’ এর সর্বশেষ প্রকাশিত সংস্করণ গ্রহণ করেছে।
দুতাবাসের নিজস্ব ওয়েবসাইটে তার সংস্করণ গ্রহনের কথা বলা হয়।
উল্লেখ্য, রূপকথা রায় মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষ্যে দূতাবাস কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। তার আকা ছবি দূতাবাসের দ্বিভাষী (bilingual) মুখপত্র ‘Opportunita’ এর পেছনের প্রচ্ছদে স্থান পায়।
এছাড়াও, রূপকথা বিভিন্ন বিশেষ দিবসে দূতাবাস কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
রাষ্ট্রদূতের হাত থেকে নিজের আকা ছবি সম্বলিত ‘Opportunita’ এর সংস্করণ গ্রহণ করে রূপকথা আনন্দে উদ্বেলিত হয় এবং বিশেষভাবে ধন্যবাদ জানায়।
রাষ্ট্রদূত রূপকথাকে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
এসময় দুতাবাসের প্রথম সচিব (শ্রম কল্যাণ) আশিফ আনাম সিদ্দিকী এবং রূপকথার বাবা-মা এসময় উপস্থিত ছিলেন বলে দুতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।