প্রবাসীদের কল্যাণে সবাইকে কাজ করতে হবে

  • আপডেট সময় : ১২:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / 78
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবাসীদের কল্যাণার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী।

তিনি বলেন, সারা বিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত অর্থ, মেধা ও শ্রম দিয়ে উন্নত বাংলাদেশ বির্নিমাণে অংশগ্রহণ করছে।

আল্লামা সিদ্দিকী বলেন, বাংলাদেশের অর্থনীতি মুলত তিনটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। এর মধ্যে অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স অন্যতম। তিনি উল্লেখ করেন, প্রবাসীদের কল্যাণার্থে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং নানা ক্ষেত্রে সফল প্রবাসীদের সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা অস্ট্রেলিয়া থেকে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বাড়ানোর বিষয়ে বিভিন্ন সুপারিশ করেন। বক্তারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়া পাঠানোর বিষয়ে উপস্থিত প্রবাসীরা বলেন, অস্ট্রেলিয়ায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী আসে, যারা পরে স্থায়ীভাবে বসবাস করে এবং নিজ নিজ দেশে অর্থ পাঠায়। বাংলাদেশ থেকে অধিক সংখ্যাক শিক্ষার্থী অস্ট্রেলিয়ার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানো সম্ভব হলে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির সংখ্যা বাড়বে। প্রায় ৬০ জন প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গৃহীত সুপারিশগুলো বাংলাদেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবাসীদের কল্যাণে সবাইকে কাজ করতে হবে

আপডেট সময় : ১২:২৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

প্রবাসীদের কল্যাণার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী।

তিনি বলেন, সারা বিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত অর্থ, মেধা ও শ্রম দিয়ে উন্নত বাংলাদেশ বির্নিমাণে অংশগ্রহণ করছে।

আল্লামা সিদ্দিকী বলেন, বাংলাদেশের অর্থনীতি মুলত তিনটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত। এর মধ্যে অভিবাসীদের পাঠানো রেমিট্যান্স অন্যতম। তিনি উল্লেখ করেন, প্রবাসীদের কল্যাণার্থে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং নানা ক্ষেত্রে সফল প্রবাসীদের সম্মাননা দেওয়ার ব্যবস্থা করেছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা অস্ট্রেলিয়া থেকে রেমিট্যান্স পাঠানোর পরিমাণ বাড়ানোর বিষয়ে বিভিন্ন সুপারিশ করেন। বক্তারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় দক্ষ ও পেশাজীবী কর্মী পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা এবং অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে এ বিষয়ে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

অধিক সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়া পাঠানোর বিষয়ে উপস্থিত প্রবাসীরা বলেন, অস্ট্রেলিয়ায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী আসে, যারা পরে স্থায়ীভাবে বসবাস করে এবং নিজ নিজ দেশে অর্থ পাঠায়। বাংলাদেশ থেকে অধিক সংখ্যাক শিক্ষার্থী অস্ট্রেলিয়ার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানো সম্ভব হলে অস্ট্রেলিয়ায় বাংলাদেশি কমিউনিটির সংখ্যা বাড়বে। প্রায় ৬০ জন প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে গৃহীত সুপারিশগুলো বাংলাদেশে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।