ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

থাই এয়ার এশিয়ার ঢাকা- ব্যাংকক রুটে ফ্লাইট চালু

  • আপডেট সময় : ১১:১৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
  • / 279
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-ডনমুয়াং রুটে বেসরকারি এয়ারলাইন্স থাই এয়ার এশিয়ার ফ্লাইট চালু হয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকে এই ফ্লাইট চলাচল শুরু হয়। এয়ারলাইন্সটি আপাতত ঢাকা থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে। তবে যাত্রীর চাপ বাড়লেব পরবর্তীতে
সিলেট ও চট্টগ্রাম থেকে ব্যাংককের সুবর্ণ এয়ারপোর্টেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনায় রয়েছে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থাই এয়ার এশিয়ার সিইও সান্তিসুক ক্লোংচাইয়া।
তিনি বলেন, থাই এয়ার এশিয়া ২০১৫ সাল থেকে ঢাকা এবং কুয়ালালামপুরের মধ্যে সপ্তাহে ১৪ টি ফ্লাইট পরিচালনা করে আসছিল। তারই ধারাবাহিকতায় থাই এয়ার
এশিয়ার সংযোজন এ ফ্লাইট। গত বৃহস্পতিবার রাত থেকেই ঢাকা-ডনমুয়াং রুটে ফ্লাইট সার্ভিস চালু হয়েছে। আগামীকাল (আজ) শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় হোটেল
সোনারগাঁও বলরুমে ঢাকা-ডংমং রুটে ফ্লাইট চালু ব্যাপারে উদ্বোধন ঘোষণা করা হবে। অনুষ্ঠানে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
তিনি আরো বলেন, একজন যাত্রী সর্বোচ্চ ২০ কেজি ওজনের লাগেজ বহন করতে পারবে। তবে এর বেশি ওজন হলে সেটির জন্য চার্জ প্রযোজ্য হবে। আপাতত তারা ঢাকা
টু ডনমুয়াং বিমানবন্দর পর্যন্ত ফ্লাইট পরিচালনা করবেন। পরবর্তীতে যাত্রী সংখ্যা বাড়লে সিলেট ও চট্টগ্রাম থেকে ডংমং রুটে ফ্লাইট পরিচালনার কথাও বিবেচনায় রেখেছেন
তারা। ‌‌‌‌
ঢাকা-ডংমুয়াং রুটে ভাড়া কত টাকা হবে জানতে চাইলে তিনি বলেন, সর্বনিম্ন ভাড়া ২২ হাজার টাকা থেকে শুরু হবে। তবে এ ভাড়া নির্ভর করবে যাত্রী কোন শ্রেণীর
টিকেট কিনবেন।
অনুষ্ঠানে এয়ারলাইন্সটির আঞ্চলিক বাণিজ্যিক প্রধান শ্রীমতি তানসিতা আকরারিত্তিপিরোম, পণ্য ব্যবস্থাপক শ্রীমতি চনিতা শ্রীপ্রাসার্ট, থাই এয়ার এশিয়া ব্যবস্থাপক
(জনসংযোগ) নুত্তাউত জিতারধরন। এছাড়াও ফুয়েংভিট সুবর্ণনেত্র, এবং থাই এয়ারএশিয়া সরকারের সম্পর্ক ব্যবস্থাপক তাদা চাওনাপুঞ্জা এবং উদ্বোধনী ফ্লাইটে প্রতিনিধি
দলের মধ্যে ছিলেন থাই এয়ার এশিয়া কর্পোরেট কমিউনিকেশনের সিনিয়র এক্সিকিউটিভরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে থাই এয়ারএশিয়ার উদ্বোধনী ফ্লাইটে আগত যাত্রী ও অতিথিদের থাই এয়ার এশিয়া জিএসএর শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপনা দল, টিএএস এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান
কে এম মজিবুল হক,
ভাইস চেয়ারম্যান শেখ মামুনুল হক, ম্যানেজিং ডিরেক্টর মোরসেদুল আলম চাকলাদার, পরিচালক কাজী শাহ মুজাক্কর আহমদুল হক, পরিচালক মোঃ আতিকুর রহমান মাসুদ,
পরিচালক, ইঞ্জি. আনোয়ার আবেদীন মানিকসহ ম্যানেজিং ফুল টিম ফুল ও স্মৃতিচিহ্ন দিয়ে স্বাগত জানান।
মালয়েশিয়া ভিত্তিক এয়ারএশিয়া এভিয়েশন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান থাই এয়ার এশিয়া গতকাল ঢাকা ও ব্যাংককের মধ্যে তাদের উদ্বোধনী ফ্লাইট চালু করেছে। উদ্বোধনী
ফ্লাইটটি ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দর (DMK) থেকে ছেড়ে যায় এবং স্থানীয় সময় সকাল ১২ টা ৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
অবতরণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

থাই এয়ার এশিয়ার ঢাকা- ব্যাংকক রুটে ফ্লাইট চালু

আপডেট সময় : ১১:১৬:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-ডনমুয়াং রুটে বেসরকারি এয়ারলাইন্স থাই এয়ার এশিয়ার ফ্লাইট চালু হয়েছে।
গত বৃহস্পতিবার রাত থেকে এই ফ্লাইট চলাচল শুরু হয়। এয়ারলাইন্সটি আপাতত ঢাকা থেকে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করবে। তবে যাত্রীর চাপ বাড়লেব পরবর্তীতে
সিলেট ও চট্টগ্রাম থেকে ব্যাংককের সুবর্ণ এয়ারপোর্টেও ফ্লাইট পরিচালনার পরিকল্পনায় রয়েছে।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থাই এয়ার এশিয়ার সিইও সান্তিসুক ক্লোংচাইয়া।
তিনি বলেন, থাই এয়ার এশিয়া ২০১৫ সাল থেকে ঢাকা এবং কুয়ালালামপুরের মধ্যে সপ্তাহে ১৪ টি ফ্লাইট পরিচালনা করে আসছিল। তারই ধারাবাহিকতায় থাই এয়ার
এশিয়ার সংযোজন এ ফ্লাইট। গত বৃহস্পতিবার রাত থেকেই ঢাকা-ডনমুয়াং রুটে ফ্লাইট সার্ভিস চালু হয়েছে। আগামীকাল (আজ) শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় হোটেল
সোনারগাঁও বলরুমে ঢাকা-ডংমং রুটে ফ্লাইট চালু ব্যাপারে উদ্বোধন ঘোষণা করা হবে। অনুষ্ঠানে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
তিনি আরো বলেন, একজন যাত্রী সর্বোচ্চ ২০ কেজি ওজনের লাগেজ বহন করতে পারবে। তবে এর বেশি ওজন হলে সেটির জন্য চার্জ প্রযোজ্য হবে। আপাতত তারা ঢাকা
টু ডনমুয়াং বিমানবন্দর পর্যন্ত ফ্লাইট পরিচালনা করবেন। পরবর্তীতে যাত্রী সংখ্যা বাড়লে সিলেট ও চট্টগ্রাম থেকে ডংমং রুটে ফ্লাইট পরিচালনার কথাও বিবেচনায় রেখেছেন
তারা। ‌‌‌‌
ঢাকা-ডংমুয়াং রুটে ভাড়া কত টাকা হবে জানতে চাইলে তিনি বলেন, সর্বনিম্ন ভাড়া ২২ হাজার টাকা থেকে শুরু হবে। তবে এ ভাড়া নির্ভর করবে যাত্রী কোন শ্রেণীর
টিকেট কিনবেন।
অনুষ্ঠানে এয়ারলাইন্সটির আঞ্চলিক বাণিজ্যিক প্রধান শ্রীমতি তানসিতা আকরারিত্তিপিরোম, পণ্য ব্যবস্থাপক শ্রীমতি চনিতা শ্রীপ্রাসার্ট, থাই এয়ার এশিয়া ব্যবস্থাপক
(জনসংযোগ) নুত্তাউত জিতারধরন। এছাড়াও ফুয়েংভিট সুবর্ণনেত্র, এবং থাই এয়ারএশিয়া সরকারের সম্পর্ক ব্যবস্থাপক তাদা চাওনাপুঞ্জা এবং উদ্বোধনী ফ্লাইটে প্রতিনিধি
দলের মধ্যে ছিলেন থাই এয়ার এশিয়া কর্পোরেট কমিউনিকেশনের সিনিয়র এক্সিকিউটিভরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে থাই এয়ারএশিয়ার উদ্বোধনী ফ্লাইটে আগত যাত্রী ও অতিথিদের থাই এয়ার এশিয়া জিএসএর শীর্ষ পর্যায়ের ব্যবস্থাপনা দল, টিএএস এভিয়েশন লিমিটেডের চেয়ারম্যান
কে এম মজিবুল হক,
ভাইস চেয়ারম্যান শেখ মামুনুল হক, ম্যানেজিং ডিরেক্টর মোরসেদুল আলম চাকলাদার, পরিচালক কাজী শাহ মুজাক্কর আহমদুল হক, পরিচালক মোঃ আতিকুর রহমান মাসুদ,
পরিচালক, ইঞ্জি. আনোয়ার আবেদীন মানিকসহ ম্যানেজিং ফুল টিম ফুল ও স্মৃতিচিহ্ন দিয়ে স্বাগত জানান।
মালয়েশিয়া ভিত্তিক এয়ারএশিয়া এভিয়েশন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান থাই এয়ার এশিয়া গতকাল ঢাকা ও ব্যাংককের মধ্যে তাদের উদ্বোধনী ফ্লাইট চালু করেছে। উদ্বোধনী
ফ্লাইটটি ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দর (DMK) থেকে ছেড়ে যায় এবং স্থানীয় সময় সকাল ১২ টা ৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
অবতরণ করে।