বিশ্বসেরা গবেষকের তালিকায় বাংলাদেশের ২ শিক্ষক

- আপডেট সময় : ০৪:৩৮:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
- / 194
বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) দুই শিক্ষক।
তালিকায় স্থান পাওয়া এই দুই গবেষক হলেন আইইউবিএটি এর অর্থনীতি বিভাগের অধ্যাপক ও চেয়ার ড. গোলাম রাসুল এবং সিভিল ইঞ্জিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র পাল।
গবেষকদ্বয় চলতি বছরের বিশ্বখ্যাত গবেষণা প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ের’ ও যুক্তরাষ্ট্রের ‘স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি’র ২০২১-২২ সালের বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন।
ড. গোলাম রাসুল দীর্ঘ সময় ধরে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেইন ডেভলপমেন্ট (আইসিআইএমওডি) এর প্রধান অর্থনীতিবিদ হিসাবে যুক্ত ছিলেন। অন্যদিকে ড. সুভাষ চন্দ্র পাল আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন গবেষণা সাময়িকীতে ৮০টির অধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন।
নিউজটি শেয়ার করুন
