আকাশে তেল পুড়িয়ে নিরাপদে ঢাকায় নামল ফ্লাইদুবাই
- আপডেট সময় : ০৫:৫৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / 241
যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর প্রায় এক ঘণ্টা ঢাকার আকাশে উড়ে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট। অবশেষে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।
সোমবার (২৩ মে) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হয় ফ্লাইটটি। উড্ডয়নের পাঁচ মিনিটের মাথায় পাইলট যান্ত্রিক ত্রুটির বিষয়টি জানতে পেরে দুবাই না যাওয়ার সিদ্ধান্ত নেন।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৫৮৮ ফ্লাইটটি রাত ১১টা ১৫ মিনিটে ঢাকা থেকে উড়ে যায়। তবে দোহার পার হতেই পাইলট যান্ত্রিক ত্রুটির বিষয়টি বুঝে ঢাকার বিমানবন্দরে ফেরার সিদ্ধান্ত নেন। তবে তিনি তখনই অবতরণ করেননি। পাইলট ঢাকার আকাশে প্রায় ৫০ মিনিট চক্কর দেন। ট্যাংকার থেকে কিছুটা তেল পুড়িয়ে ১২টা ১৫ মিনিটে ঢাকায় নিরাপদে অবতরণ করেন।
ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ফ্লাইটের ফুয়েল ইন্ডিকেটরে ত্রুটি ছিল। তবে এটি নিরাপদেই অবতরণ করেছে। মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টা পর্যন্ত ফ্লাইটটি মেরামতের জন্য ঢাকা বিমানবন্দরে ছিল।