দুবাই পালানোর সময় বিমানবন্দরে আসামি গ্রেফতার
- আপডেট সময় : ০৩:৪১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
- / 469
মৌলভীবাজারের বড়লেখায় রাজমিস্ত্রি রুবেল হত্যা মামলার আরেক আসামি সাইফুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে দুবাই পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বড়লেখা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার সাইফুল ইসলাম বড়লেখা সদর ইউনিয়নের কেছরিগুল এলাকার সজ্জাদ আলীর ছেলে এবং রুবেল হত্যা মামলার ৪ নম্বর আসামি।
পুলিশ জানায়, সাইফুল ইসলাম গ্রেফতার এড়াতে দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ মামলায় এখন পর্যন্ত এজাহারনামীয় ১৫ আসামির মধ্যে ১০ জনকে গ্রেফতার করা হলো। বাকিদের গ্রেফতারে অভিযান চালছে। গত ৮ এপ্রিল জুমার নামাজের সময় উপজেলার কেছরিগুল জামে মসজিদের ইমামকে নিয়ে ওই এলাকার জামাল আহমদের সঙ্গে বড়লেখা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার সরফ উদ্দিন নবাবের কথাকাটাকাটি হয়।
এলাকার লোকজন বিষয়টি সমাধান করে দেন। আসর নামাজের সময় জামাল আহমদের ছেলে ও ভাতিজাদের সঙ্গে সরফ উদ্দিন নবাবের ছেলে ও ভাতিজাদের ঝগড়া হয়।
ঘটনার সময় রাজমিস্ত্রি রুবেল আহমদ কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাকে জামাল আহমদের পক্ষের লোক ভেবে বর্তমান ইউপি মেম্বার সাবুল আহমদ ও তার ভাই সরফ উদ্দিন নবাব গংরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রুবেল মারা যান। রুবেলকে বাঁচাতে গিয়ে তার ভাই সুমন আহমদও আহত হন।