সৌদি থেকে দেশে এসে অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী
- আপডেট সময় : ০৯:০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / 121
সৌদি আরব থেকে দেশে এসে বাড়িতে যাওয়ার সময় আহসান উল্লাহ (৬৫) নামে এক প্রবাসী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।
মঙ্গলবার রাত পৌনে ৮টায় তাকে যাত্রাবাড়ী থানার সায়দাবাদ এলাকা থেকে অচেতন অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরীক্ষা শেষে চিকিৎসক তাকে ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন।
আহসান উল্লাহকে হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএস আই) তসলিম বলেন, আমরা খবর পেয়ে সায়দাবাদ এলাকার ওরিয়ন গ্রুপ অফিসের সামনে থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তার পাসপোর্ট দেখে তার নাম পরিচয় পাওয়া যায়। তিনি আজই সৌদি আরব থেকে দেশে এসেছেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি প্রতারক চক্রটি তাকে অজ্ঞান করে তার কাছে থাকা টাকা ও ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। তার পাসপোর্টে দেখা যায় তার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া থানা সিংগুরা এলাকায়। তিনি ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। তবে তার কাছ থেকে প্রতারক চক্রটি কী কী নিয়ে গেছে জ্ঞান ফিরলে জানা যাবে। বর্তমানে তিনি মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।