ঢাকা ০১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রেলওয়ের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
  • / 163
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের রেলওয়ে খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ও ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সহযোগিতা চান সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ে খাতের উন্নয়নে ব্রিটিশ সহযোগিতা পেলে বাংলাদেশ খুশি হবে।

জবাবে টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি বলেন, ‘আগামী দিনে বাংলাদেশের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা করা যায়।’

পরে সরকারপ্রধান বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আওয়ামী লীগ।

সৌজন্য সাক্ষাৎকালে অন্যদের মধ্যে রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রেলওয়ের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১০:৫৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

দেশের রেলওয়ে খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যায় ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী ও ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই সহযোগিতা চান সরকারপ্রধান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ রেলওয়ে খাতের উন্নয়নে ব্রিটিশ সহযোগিতা পেলে বাংলাদেশ খুশি হবে।

জবাবে টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে তিনি বলেন, ‘আগামী দিনে বাংলাদেশের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে আশা করা যায়।’

পরে সরকারপ্রধান বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করাই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে আওয়ামী লীগ।

সৌজন্য সাক্ষাৎকালে অন্যদের মধ্যে রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।