মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ ৯০ বিদেশী শ্রমিক আটক
- আপডেট সময় : ১২:১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩
- / 159
আহমাদুল কবির, মালয়েশিয়া:
মালয়েশিয়ায় একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ৬৪ বাংলাদেশিসহ ৯০ বিদেশী শ্রমিককে আটক করেছে দেশটির কুয়ালালামপুর সিটি হল (ডিবিকেএল) সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা।
বৃহস্পতিবার (১৫ জুন) স্থানীয় সময় দুপুর ১২ টায় কুয়ালালামপুরের চেরাসের তামান মুতিয়ারা বারাত-এ একটি নির্মাণ সাইটে ডিবিকেএলসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ইন্টিগ্রেটেড অপারেশন চালিয়ে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট (জিআইএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনিং কর্পোরেশন (এসডব্লিউকর্প) এবং মালয়েশিয়ান ডিপার্টমেন্ট অফ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ (ডিওএসএইচ) এর সহযোগিতায় এই অভিযান চালানো হয়। আটদের মধ্যে বাংলাদেশের ৬৪, ভারতের ১৪, মায়ানমারের ৬ ও পাকিস্তানের ৬ নাগরিক রয়েছেন। সংশ্লিষ্টরা জানান, আটকদের ছিলনা কোনো বৈধ কাজ পত্র।
এদিকে বিদেশী শ্রমিকদের আটকেরপর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কাঠামো নির্মাণ ও নির্মাণ সাইটটি নোংরা পরিবেশের কারনে বন্ধ করে দিয়েছে ডিবিকেএল। ডিবিকেএল এক বিবৃতিতে বলেছে রাস্তা, ড্রেন এবং বিল্ডিং আইন ১৯৭৪ এর ৭০ ধারা অনুযায়ী নির্মাণ সাইটটি বন্ধ করে নির্মাণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি (ডব্লিউপিকেএল) জুড়ে সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী সমন্বিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবিকেএল।