ইতালির সঙ্গে সামরিক চুক্তি করবে বাংলাদেশ
- আপডেট সময় : ০৫:০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
- / 254
ঢাকা: রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান জানিয়েছেন, ইতালির সঙ্গে বাংলাদেশ সামরিক সহযোগিতা করতে প্রস্তুতি নিচ্ছে। আগামী ফেব্রুয়ারি মধ্যে দুই দেশের মধ্যে এই চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
ইকোনমিক ডিপ্লোম্যাসি নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে রোমের বাংলাদেশ দূতাবাস। সংবাদ সম্মেলনে ঢাকা থেকেও জুমে অংশ নেন সাংবাদিকরা।
এ সময় রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, ইতালিতে বাংলাদেশ থেকে অভিবাসন আরো সহজে যেন হয়, সে বিষয়ে আমরা কাজ করছি। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ বিষয়ে আমরা একটি চুক্তির প্রস্তুতি নিয়েছি। এই চুক্তি হলে ইতালিতে বাংলাদেশিদের অভিবাসন আরো সহজ হবে।
এক প্রশ্নের উত্তরে শামীম আহসান বলেন, ইতালির ব্যবসায়ীরা যেন বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নেন, আমরা সেই চেষ্টা করছি। বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। আশা করি আগামী দিনে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়বে।