সংবাদ শিরোনাম :
৮৪ দেশে দশ লাখ ৫০ হাজার নারী শ্রমিক
- আপডেট সময় : ০৩:১৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
- / 275
- বিশ্বের ৮৪ দেশে দশ লাখ ৫০ হাজার ৮১৯ জন বাংলাদেশি নারী শ্রমিক কাজ করছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।
বৃহস্পতিবার (২৩ জুন) একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
মে-২০২২ পর্যন্ত বর্তমানে নারী কর্মীদের নিরপত্তা রক্ষার্থে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে নানা পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী।
আওয়ামী লীগ দলীয় সদস্য মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নানামুখী কূটনৈতিক তৎপরতায় ২০২২ সালের মে পর্যন্ত ৫ লাখ ৩ হাজার ৯৭৯ জন অভিবাসী কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছে।
ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী ইমরান আহমেদ বলেন, মহামারি করোনাভাইরাস শুরুর পর থেকে প্রায় পাঁচ লক্ষাধিক প্রবাসী বাংলাদেশি কর্মী কর্মসংস্থান হারিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছে।