অবৈধভাবে দক্ষিণ আফ্রিকা যাওয়া পথে আটক ২০ বাংলাদেশি
- আপডেট সময় : ১২:৫০:১৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / 276
অবৈধ উপায়ে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পথে মোজাম্বিকে ২০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে স্থানীয় পুলিশ। দেশটির গাজা প্রদেশের বেলিং সমুদ্র উপকূলীয় এলাকা থেকে গত মঙ্গলবার (৭ জুন) তাদের আটক করে মাসিংগা থানায় নিয়ে যায় স্থানীয় পুলিশ।
মোজাম্বিকের বাংলাদেশি কমিউনিটি স্থানীয় পুলিশের বরাতে জানায়, আটক হওয়া বাংলাদেশিদের মোবাইল, টাকা-পয়সা ও পাসপোর্ট ছিনতাই হয়ে গেছে। পুলিশের হাতে তারা আটক হওয়ায় পর দালালরাও পালিয়ে গেছেন। উন্নত জীবনের আশায় হাজার কিলোমিটার পাড়ি দেওয়া এসব বাংলাদেশি বর্তমানে থানা হাজতে মানবেতর জীবনযাপন করছেন।
বাংলাদেশি কমিউনিটি আটক হওয়াদের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা জানাতে পারেনি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা।
স্থানীয় কমিউনিটি জানায়, চলতি বছর অবৈধ উপায়ে মোজাম্বিক হয়ে দক্ষিণ আফ্রিকা আসতে গিয়ে ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।