লোকোমোটিভ রক্ষনাবেক্ষন প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়া গেলেন ১২ কর্মী
- আপডেট সময় : ০৭:৫৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / 6
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ রক্ষনাবেক্ষনের সাথে সংশ্লিষ্ট ১২ কর্মী ১৩ দিনের প্রশিক্ষণ নেয়ার উদ্দেশ্য দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন। গতকাল সোমবার একটি ফাইটে তারা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গন্তব্য’র উদ্দেশ্য রওয়ানা হয়েছেন।
গতকাল রেলপথ মন্ত্রনালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “বাংলাদেশ রেলওয়ের রোলিংস্টক ব্যবস্থাপনা এবং রণাবেণ উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় লোকোমোটিভ রনাবেণের সাথে সংশ্লিষ্ট কর্মীরা প্রশিক্ষনের উদ্দেশ্যে দণি কোরিয়া সফর করবেন।
বাংলাদেশ রেলওয়ের ইতিহাসে এই প্রথম কর্মী পর্যায়ে প্রশিক্ষনের উদ্যোগ নেয়া হয়েছে। দণি কোরিয়া সরকারের অনুদানে প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ রনাবেণ কর্মীদের দতা উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে এই প্রশিক্ষনের ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রশিক্ষনে বিভিন্ন লোকোমোটিভ কারখানা ও লোকোসেডের মোট ১০ জন এবং সমন্বয়ক হিসেবে ২ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। আজ ৯ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই প্রশিক্ষণটি দণি কোরিয়ার বুশানে কোরিয়া রেল ওয়ার্কসপে অনুষ্ঠিত হবে।
প্রকল্পটি দণি কোরিয়া সরকারের অর্থ সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম প্রশিণার্থীদের শুভকামনা জানান এবং প্রশিণ গ্রহণ ও প্রশিক্ষনলদ্ধ জ্ঞান কর্মেেত্র প্রয়োগের অনুরোধ জানান।
নিউজটি শেয়ার করুন









