মালয়েশিয়ায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার শামীম আহসান

- আপডেট সময় : ০৯:০০:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / 283
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসানকে মালয়েশিয়ায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি এই পদে রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
রাষ্ট্রদূত শামীম আহসান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১১তম ব্যাচে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৩ সালে ফরেন সার্ভিসে যোগদান করেন এবং তখন থেকেই দেশে ও বিদেশে ব্যাপকভাবে কাজ করেন।
তার বর্ণাঢ্য কূটনৈতিক কর্মজীবনে, তার বর্তমান দায়িত্ব ছাড়াও, তিনি নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এবং নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি কুয়েত, দোহা, নাইরোবি, রোম এবং ওয়াশিংটন ডিসির মতো বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্বও পালন করেছেন।
পিরোজপুরে জন্ম নেওয়া রাষ্ট্রদূত আহসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস এবং এমএসএস করেছেন। এছাড়াও তিনি দেশে ও বিদেশে বেশ কিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে রাষ্ট্রদূত আহসান বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।
নিউজটি শেয়ার করুন
