ভারতীয় নাগরিক হলে অবশ্যই ফেরত নিতে হবে : তৌহিদ হোসেন

- আপডেট সময় : ১২:৩৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 19
ভারত থেকে পুশ-ইন বন্ধে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বাংলাদেশ। এ বিষয়ে দিল্লিকে ঢাকা জানিয়েছে, এভাবে পুশ-ইন করাটা ঠিক না। পাশাপাশি ভারত বাংলাদেশ সরকারকে দেশটিতে অবস্থানকারীদের একটি তালিকা দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই তালিকা যাচাই করছে।
পুশ-ইন বন্ধে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। এরপরও এটি থেমে নেই। সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে কিনা, এমন প্রশ্ন রাখা হয় পররাষ্ট্র উপদেষ্টার কাছে। জবাবে তিনি বলেন, দিল্লির সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত আছে এবং আমরা চেষ্টা করছি যাতে নিয়মের বাইরে যেন কিছু না ঘটে।
ভারতীয় নাগরিক ও যারা রোহিঙ্গা তাদের পুশব্যাক করা হবে না কী, এখানে রাখছি, এমন প্রশ্ন তিনি বলেন, এ ব্যাপারে আমার কাছে সুস্পষ্ট ব্যাখ্যা এখনো নেই। আমরা সাধারণত পুশ ব্যাক করি না। তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত হবে তাদের অবশ্যই ফেরত নিতে হবে।
নিউজটি শেয়ার করুন
