সংবাদ শিরোনাম :
ঘন কুয়াশায় শাহজালালে নামতে পারেনি সৌদির ফ্লাইট

- আপডেট সময় : ০৩:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
- / 243
ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা একটি ফ্লাইট অবতরণ করতে পারেনি।
বুধবার (৪ জানুয়ারি) টানা চতুর্থ দিনের মতো বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, রানওয়ের ভিজিবিলিটি কম হওয়ায় রিয়াদ থেকে আসা সৌদিয়া এয়ারলাইনসের একটি ফ্লাইট হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
ঘন কুয়াশার কারণে ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজসহ বিভিন্ন এয়ারলাইনস কোম্পানির সাতটি ফ্লাইট কয়েক ঘণ্টা বিলম্বিত হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ গন্তব্যের কয়েকটি ফ্লাইট ছাড়তেও কয়েক ঘণ্টা বিলম্ব হয়েছে বলে জানা গেছে।
নিউজটি শেয়ার করুন
