কারাগার থেকে বেরিয়ে আবার ইয়াবা কারবার!

- আপডেট সময় : ১১:৫০:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
- / 518
চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর ইয়াবা ব্যবসায়ী মো. নাছির প্রকাশ ইয়াবা নাছিরসহ (৪৮) দুইজনকে গ্রেফতার করা হয়েছে। নাছির বায়েজিদ বোস্তামী থানার সৈয়দপাড়ার আবুল্লার মার বাড়ির মৃত মো. শফিকের ছেলে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার পশ্চিম শহীদনগর ইয়াবা ব্যবসায়ী নাছির প্রকাশ ইয়াবা নাছিরের বাড়ির সামনে অভিযান চালিয়ে বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় দুইজন দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতার দুইজনের দেহ তল্লাশি করে ৪৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার দুইজন আত্মীয়। তারা শহীদনগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। কক্সবাজার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা নগরের বিভিন্ন স্থানে যুব সমাজ, মাদকসেবীদের কাছে বেশি দামে বিক্রি করে যুবসমাজকে মাদকাসক্তের দিকে ঠেলে দিচ্ছে। ফলে একদিকে যেমন মাদকাসক্তে পতিত হচ্ছে, অন্যদিকে দিন দিন আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে। ইয়াবা নাছিরকে একাধিকবার ইতিপূর্বে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসা করে।
নিউজটি শেয়ার করুন
