কাতারে ঈদুল আজহার ছুটি ঘোষণা

- আপডেট সময় : ১২:৩৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
- / 19
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে কাতার। ছুটি শুরু হবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে, যা টানা পাঁচদিন অব্যাহত থাকবে।
বুধবার (২১ মে) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খালিজ টাইমস জানায়, কাতারে ঈদের ছুটি শুরু হবে জিলহজ মাসের ৯ তারিখ থেকে, যা টানা পাঁচদিন অব্যাহত থাকবে। জিলহজ মাসের ৯ তারিখ আরাফাতের দিন হয়, যা ইসলাম ধর্মে অন্যতম পবিত্র দিন।
আরবি মাস যেহেতু চাঁদের ওপর নির্ভর করে নির্ধারণ হয় তাই, কাতারে এখনও ঈদের তারিখ নির্ধারণ হয়নি। পবিত্র ঈদুল আজহা পালিত হয় জিলহজ মাসের ১০ তারিখ। এদিন মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টি লাভে কোরবানি করে থাকেন।
আগামী ২৭ মে সন্ধ্যায় কাতারে জিলহজ মাসের চাঁদ দেখার জন্য দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ওইদিন যদি চাঁদ দেখা যায় তাহলে ঈদুল আজহা পালিত হবে ৬ জুন। আর চাঁদ না দেখা গেলে ঈদ হবে ৭ জুন।
নিউজটি শেয়ার করুন
