বন্ধ হচ্ছে আমেরিকায় আফগান দূতাবাস
- আপডেট সময় : ০৬:৪৬:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / 503
WASHINGTON, DC - AUGUST 16: The Afghan Embassy stands in a leafy, quiet neighborhood in the northwest section of the U.S. capital on August 16, 2021 in Washington, DC. The Taliban has taken control of Afghanistan's government more swiftly than experts expected, forcing Afghan President Ashraf Ghani to flee the country and U.S. President Joe Biden to send thousands of troops to Kabul to secure the evacuation of U.S. citizens. Chip Somodevilla/Getty Images/AFP (Photo by CHIP SOMODEVILLA / GETTY IMAGES NORTH AMERICA / Getty Images via AFP)
প্রচণ্ড অর্থ সংকট এবং অন্তর্বর্তী তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক না থাকার কারণে আগামী সপ্তাহে আমেরিকায় আফগানিস্তানের দূতাবাস বন্ধ করে দেয়া হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, আফগান দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা যদি দেশে ফিরে যান তাহলে তারা তালেবানের হুমকির মুখে পড়বেন।
এজন্য আফগান দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সামনে ৩০ দিন সময় আছে, তারা সাময়িকভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে আমেরিকায় থেকে যাওয়ার জন্য আবেদন করতে পারেন। অন্যথায় তাদেরকে আমেরিকা থেকে বহিষ্কার করা হবে।
যদিও তাদেরকে আফগানিস্তানে পাঠানো হবে না তবে তারা কোথায় যাবেন তা পরিষ্কার করেন নি ওই কর্মকর্তা। বর্তমানে ওয়াশিংটনে আফগান দূতাবাসে এবং লস অ্যাঞ্জেলেস ও নিউ ইয়র্কের কনস্যুলেট অফিস প্রায় ১০০ জন কূটনীতিক কাজ করছেন। আফগানিস্তান থেকে গত আগস্ট মাসে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটির ক্ষমতা তালেবানের হাতে চলে যায় এবং মার্কিন সমর্থিত আশরাফ গনি সরকারের নিয়োগ দেয়া এসব কূটনীতিকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আমেরিকা তালেবান সরকারকে স্বীকৃতি দেয় নি এবং আফগানিস্তানের সঙ্গে দেশটির এখন কোনো সম্পর্ক নেই।
আফগানিস্তানের প্রায় এক হাজার কোটি ডলার মার্কিন সরকার আটক করলেও সে অর্থ কাজে লাগাতে পারছে না এসব দূতাবাসকর্মী।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা জানিয়েছেন, দূতাবাস বন্ধ হয়ে গেলে নতুন করে দূতাবাসের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত সেখানকার সমস্ত সম্পদ মার্কিন সরকার রক্ষণাবেক্ষণ করবে। সূত্র: পার্সটুডে