কক্সবাজার-ঢাকা বিমান ভাড়ার বৈষম্য কমানোর সুপারিশ
- আপডেট সময় : ১১:০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / 214
ঢাকা: কক্সবাজার থেকে ঢাকার সিট অনুযায়ী বিমান ভাড়ার বৈষম্য কমিয়ে আনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
রোববার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, কাজী ফিরোজ রশীদ, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন।
বৈঠকে বরিশাল বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়নে পানি সম্পদ, ভূমি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে সভা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গহণের সুপারিশ করা হয়।
কমিটি কক্সবাজার অঞ্চলকে আধুনিকায়নের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সমন্বিতভাবে সভার আয়োজন করারও সুপারিশ করে।
এ বৈঠকে কক্সবাজার থেকে ঢাকার সিট অনুযায়ী বিমান ভাড়ার বৈষম্য কমিয়ে সমতা নিয়ে আসতে সুপারিশ করা হয়। এ ছাড়া বৈঠকে বিমানবন্দরে যাত্রীদের হয়রানি ঠেকানো, কার্গোর ব্যবস্থাপনা ও ভিআইপি লাউঞ্জের ব্যবহার নিয়ে আলোচনা হয়।
Bangladesh Parjatan Corporation (Amendment) বিল, ২০২২ নিয়ে কমিটির পরবর্তী বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।
এ বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।