ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

CarryBee: ই-কমার্স হোম ডেলিভারিতে নতুন আস্থার নাম

  • আপডেট সময় : ০৪:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / 17
প্রবাসী কণ্ঠ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

CarryBee (ইউএস-বাংলা এয়ারলাইন্স এর অঙ্গপ্রতিষ্ঠান) যাত্রা শুরুর মাত্র দুই মাসেই বাংলাদেশের ৬৪টি জেলায় নিজস্ব ব্যবস্থাপনায় হোম ডেলিভারি সেবা বিস্তার করেছে। ইতোমধ্যে ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের কাছ থেকে মিলেছে উল্লেখযোগ্য সাড়া। CarryBee এর ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহিম বলেন, “উদ্যোক্তারা যেন ডেলিভারি নিয়ে নয়, বরং ব্যবসা নিয়ে ভাবতে পারেন—এই লক্ষ্যেই আমাদের যাত্রা।” প্রযুক্তি, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতায় বিশ্বাসী CarryBee বর্তমানে ঢাকা থেকে অন্যান্য জেলায় যেখানে এয়ারপোর্ট সুবিধা আছে যেখানে “মিড-মাইল”-এ এয়ার কার্গোর সাহায্যে পণ্য পরিহন করছে। খুব শিগগিরই তারা দেশের ভেতরে এয়ারলাইন এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে একইদিনে (Inter District Same Day Delivery) দেশের নির্দিষ্ট জেলাসমূহে পণ্য হোমডেলিভারি কার্যক্রম শুরু করে এক অনন্য মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে দেশের বাইরেও ক্রস-বর্ডার এক্সপানশনের রয়েছে প্রত্যয়ী পরিকল্পনা।

দেশজুড়ে ১২০+ নিজস্ব পরিবহন, শতাধিক হাব, এবং দৈনিক ৫০ হাজার পার্সেল প্রক্রিয়াকরণণের সক্ষমতা এবং ৭০০ দক্ষ কর্মীর সমন্বয়ে CarryBee এখন একটি পূর্ণাঙ্গ লজিস্টিক সল্যুশন।

CarryBee এর সেবাগুলোর মধ্যে রয়েছে: দ্রুত হোম ডেলিভারি, লাইভ পার্সেল ট্র্যাকিং, ক্যাশ অন ডেলিভারি, পণ্যের ১০০% নিরাপত্তা, রিটার্ন ও এক্সচেঞ্জ এবং মাল্টি-স্টোর পিকআপ সুবিধা। উদ্যোক্তাদের জন্য রয়েছে কাস্টমাইজড পেমেন্ট সিস্টেম ও ডায়নামিক প্রাইসিং সুবিধা। CarryBee শুধু কুরিয়ার নয়—এটি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি স্বচ্ছ, সহজ ও কার্যকর লজিস্টিক পার্টনার। উল্লেখ্য, CarryBee বর্তমানে তাদের ওয়েবসাইট carrybee.com-এর মাধ্যমে দেশজুড়ে উদ্যোক্তাদের যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

CarryBee: ই-কমার্স হোম ডেলিভারিতে নতুন আস্থার নাম

আপডেট সময় : ০৪:০৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

CarryBee (ইউএস-বাংলা এয়ারলাইন্স এর অঙ্গপ্রতিষ্ঠান) যাত্রা শুরুর মাত্র দুই মাসেই বাংলাদেশের ৬৪টি জেলায় নিজস্ব ব্যবস্থাপনায় হোম ডেলিভারি সেবা বিস্তার করেছে। ইতোমধ্যে ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের কাছ থেকে মিলেছে উল্লেখযোগ্য সাড়া। CarryBee এর ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহিম বলেন, “উদ্যোক্তারা যেন ডেলিভারি নিয়ে নয়, বরং ব্যবসা নিয়ে ভাবতে পারেন—এই লক্ষ্যেই আমাদের যাত্রা।” প্রযুক্তি, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতায় বিশ্বাসী CarryBee বর্তমানে ঢাকা থেকে অন্যান্য জেলায় যেখানে এয়ারপোর্ট সুবিধা আছে যেখানে “মিড-মাইল”-এ এয়ার কার্গোর সাহায্যে পণ্য পরিহন করছে। খুব শিগগিরই তারা দেশের ভেতরে এয়ারলাইন এক্সপ্রেস সার্ভিসের মাধ্যমে একইদিনে (Inter District Same Day Delivery) দেশের নির্দিষ্ট জেলাসমূহে পণ্য হোমডেলিভারি কার্যক্রম শুরু করে এক অনন্য মাইলফলক স্থাপন করতে যাচ্ছে। অদূর ভবিষ্যতে দেশের বাইরেও ক্রস-বর্ডার এক্সপানশনের রয়েছে প্রত্যয়ী পরিকল্পনা।

দেশজুড়ে ১২০+ নিজস্ব পরিবহন, শতাধিক হাব, এবং দৈনিক ৫০ হাজার পার্সেল প্রক্রিয়াকরণণের সক্ষমতা এবং ৭০০ দক্ষ কর্মীর সমন্বয়ে CarryBee এখন একটি পূর্ণাঙ্গ লজিস্টিক সল্যুশন।

CarryBee এর সেবাগুলোর মধ্যে রয়েছে: দ্রুত হোম ডেলিভারি, লাইভ পার্সেল ট্র্যাকিং, ক্যাশ অন ডেলিভারি, পণ্যের ১০০% নিরাপত্তা, রিটার্ন ও এক্সচেঞ্জ এবং মাল্টি-স্টোর পিকআপ সুবিধা। উদ্যোক্তাদের জন্য রয়েছে কাস্টমাইজড পেমেন্ট সিস্টেম ও ডায়নামিক প্রাইসিং সুবিধা। CarryBee শুধু কুরিয়ার নয়—এটি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য একটি স্বচ্ছ, সহজ ও কার্যকর লজিস্টিক পার্টনার। উল্লেখ্য, CarryBee বর্তমানে তাদের ওয়েবসাইট carrybee.com-এর মাধ্যমে দেশজুড়ে উদ্যোক্তাদের যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছে।